AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Wrong Investments: এসব জায়গায় টাকা ঢাললে সারা জীবন কাঁদতে হবে, বলেছেন চাণক্য!

Do Not Waste Money: যিশুখ্রিষ্টের জন্মের ৩০০ প্রায় বছর আগেই চাণক্য বলে গিয়েছেন টাকা কোথায় কোথায় বিনিয়োগ বা খরচ করলে সারা জীবন আফসোস করতে হবে।

Wrong Investments: এসব জায়গায় টাকা ঢাললে সারা জীবন কাঁদতে হবে, বলেছেন চাণক্য!
Image Credit: Getty Images
| Updated on: Aug 02, 2025 | 7:10 AM
Share

টাকা উপার্জন করা যেমন কষ্টের, সেই টাকা সঠিক জায়গায় রাখা বা বিনিয়োগ করা জরুরি। টাকা সঠিক ভাবে না রাখলে টাকা রাখা মুশকিল। আর নীতিশাস্ত্র ও অর্থনীতির পণ্ডিত মানুষ হিসাবে বিবেচনা করা হয় চাণক্যকে। তিনি যিশুখ্রিষ্টের জন্মের ৩০০ প্রায় বছর আগেই বলে গিয়েছেন টাকা কোথায় কোথায় বিনিয়োগ বা খরচ করলে সারা জীবন আফসোস করতে হবে।

দায়িত্বজ্ঞানহীন লোককে টাকা দেওয়া

চাণক্য বলেন, যে মানুষের দায়িত্বজ্ঞান নেই, তাকে টাকা দিলে তা অবশ্যই অপাত্রে দান হবে। কারণ এই ধরনের মানুষরা অর্থের সঠিক ব্যবহার করে না ফলে তারা অর্থ ফেরত দিতে পারে না।

ভুল জায়গায় বিনিয়োগ করা

চাণক্য বলেন যে ব্যবসায় জ্ঞান নেই, সেই ব্যবসায় প্রবেশ করা ঠিক নয়। সেটা নিজের পায়ে কুড়ুল মারার মতো। ফলে, যেখানে জ্ঞান নেই, সেখানে অন্যের পরামর্শে বিনিয়োগ করা একেবারেই ঠিক নয়।

শখ পূরণের জন্য খরচ ঠিক নয়

টাকা পেয়েই মানুষ বিলাসবহুল জিনিসপত্র, দামি গ্যাজেটের পিছনে খরচ করতে শুরু করে। চাণক্য বলেন এমন করলে তা আগামীর আর্থিক সঙ্কটকে টেনে আনে।

ঋণগ্রস্ত আত্মীয় বা বন্ধুকে ধার দেওয়া

চাণক্য বলেছেন, যে ব্যক্তি একটি ঋণ বা ধার মেটাতে ব্যর্থ হয়েছে তাকে আর টাকা ধার দেওয়া নির্বুদ্ধিতার কাজ।

লোক দেখানো কাজে না

বিবাহ বা কোনও অনুষ্ঠানে অতিরিক্ত অর্থ ব্যয় কোনও ব্যক্তিকে অর্থনৈতিক পতনের দিকে নিয়ে যায়। চাণক্য বলেন, লোক দেখানোর জন্য অর্থের অপচয় করা ঠিক নয়।

লোভ থেকে দূরে থাকা

আজকাল মানুষ ‘দ্রুত ধনী’ হতে চায়। চাণক্য স্পষ্টভাবে জানিয়েছেন, এই ধরনের লোভের থেকে দূরে থাকার জন্য। কারণ এই ধরনের বিষয়গুলোর সঙ্গে প্রতারণা যুক্ত থাকে।