Indian Rupee: ৩৫,০০০ হাজার টাকা নিয়ে এই দেশে গেলেই আপনি কোটিপতি

Indian Rupee: আমেরিকায় গেলে দেখা যাবে সেখানে এক টাকার মূল্য খুবই কম। কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে আপনার এক টাকার মূল্য এক টাকার থেকে অনেক বেশি।

Indian Rupee: ৩৫,০০০ হাজার টাকা নিয়ে এই দেশে গেলেই আপনি কোটিপতি
প্রতীকী ছবিImage Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2023 | 1:56 PM

নয়া দিল্লি: কোটিপতি হওয়া মুখের কথা নয়। ভারতের মতো দেশে মোটা টাকা উপার্জন করলে ও বিপুল টাকা সঞ্চয় করলে তবেই কোটিপতি হওয়া যায়। এই দেশে কোটিপতির সংখ্যাও খুবই কম। লাখ টাকা সঞ্চয় করতেই অনেক সময় লেগে যায়। তবে একটা মজার বিষয় হল, ভারত থেকে কম টাকা নিয়ে অন্য দেশে গিয়ে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। বেশি টাকা নয়, ৩৪ হাজারের কিছু বেশি টাকা থাকলেই চলবে।

দেশটি আরও ভারত থেকে খুব বেশি দূরেও নয়। একেবারে সঠিক হিসেব করে বলতে গেলে ৩৪ হাজার ৩৪৭ টাকা নিয়ে কোনও ভারতীয় যদি ভিয়েতনামে যান, তাহলে তিনি হতে পারেন কোটিপতি। অর্থাৎ ওই দেশের মুদ্রায় ৩৪ হাজার ৩৪৭ টাকার দামই হল এক কোটি টাকা।

বিশ্বের প্রতিটি দেশের নিজস্ব মুদ্রা রয়েছে। ঠিক যেমন ভারতের টাকা, আমেরিকার ডলার। দেশের অন্দরে লেনদেনের জন্য নিজস্ব মুদ্রাই ব্যবহার করতে পারেন সে দেশের নাগরিকেরা। ভারতের এক টাকার মূল্যও প্রতিটি দেশে পরিবর্তিত হয় সে দেশের হিসেবে।

আমেরিকায় গেলে দেখা যাবে সেখানে এক টাকার মূল্য খুবই কম। কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে আপনার এক টাকার মূল্য এক টাকার থেকে অনেক বেশি।

তার মধ্যে অন্যতম এই ভিয়েতনাম। সেখানকার মুদ্রাকে বলা হয় ভিয়েতনামিজ ডং। বর্তমানে ভারতের ১ টাকার মূল্য ২৯১ ভিয়েতনামিজ ডং-এর কিছু বেশি। অর্থাৎ মধ্যবিত্ত মানুষও গিয়ে কোটিপতি হয়ে যেতে পারেন সেই দেশে গিয়ে।

ভারত থেকে খুব বেশি দূরে নয় ভিয়েতনাম। বহু মানুষ প্রতি বছর এই দেশে পর্যটক হিসেবে যান ভারত থেকে। অনেক কম খরচে ভিয়েতনাম ঘুরে আসতে পারেন ভারতীয়রা।