ট্রেনের স্লিপার ক্লাসে যাত্রা করার জন্য নিশ্চিত সংরক্ষিত টিকিটের প্রয়োজন পড়ে। তবে এবার থেকে রেলের ৯ জোড়া ট্রেনের স্লিপার ক্লাসে সংরক্ষিত টিকিট ছাড়াই ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। এর ফলে রাজস্থান, মধ্য প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা এবং দিল্লির রেলযাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন। সম্প্রতি যাত্রীদের সুবিধার্থে স্লিপার শ্রেণির যাত্রার ক্ষেত্রে এই বদল এনেছে উত্তর পশ্চিম রেলওয়ে। এই সিদ্ধান্তের ফলে বিপুল সংখ্যক মানুষ কম খরচেই আরামদায়ক রেল যাত্রার সুবিধা পাবেন।
উত্তর পশ্চিম রেলওয়ের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে ৯ জোড়া ট্রেনে দ্বিতীয় শ্রেণির স্লিপার কোচে অসংরক্ষিত ক্লাসের সুবিধা চালু করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জয়সলমের-লালগড় এক্সপ্রেস, জয়পুর-মারওয়ার জন এক্সপ্রেস, ভাতিন্ডা-লালগড় এক্সপ্রেস, ভাতিন্ডা-শ্রীগঙ্গানগর এক্সপ্রেস, হিসার-রেওয়ারি এক্সপ্রেস, ভিওয়ানি-তিলকব্রিজ এক্সপ্রেস, যোধপুর-রেওয়ারি এক্সপ্রেস, রূপসী এক্সপ্রেস এবং নিসামপুর এক্সপ্রেস।
১৪ ডিসেম্বর থেকে ট্রেন নং ১৪৭০৩/০৪ জয়সলমের-লালগড়-জয়সলমের এক্সপ্রেসে, ১৮ ডিসেম্বর থেকে ট্রেন নং ১৯৭৩৫/৩৬ জয়পুর-মারওয়ার জং-জয়পুর এক্সপ্রেসে, ১ সেপ্টেম্বর থেকে ট্রেন নং ০৪৭০১/০২ ভাতিন্ডা-লালগড়-ভাতিন্ডা এক্সপ্রেসে, ১ সেপ্টেম্বর থেকে ট্রেন নং ০৪৭৫৩/৫৪ ভাতিন্ডা-শ্রীগঙ্গানগর-ভাতিন্ডা এক্সপ্রেস, ট্রেন নং ০৪৭৫৫/৫৬-এ দ্বিতীয় শ্রেণির কোচে ভ্রমণের জন্য সংরক্ষিত টিকিটের প্রয়োজন পড়বে না। তাছাড়া ১ সেপ্টেম্বর থেকে ট্রেন নং ০৪৮৩৫/৩৬ হিসার-রেওয়ারি-হিসার এক্সপ্রেসে, ১ সেপ্টেম্বর থেকে ট্রেন নং ১৪৭৩৭/৩৮ ভিওয়ানি-তিলকব্রিজ-ভিওয়ানি এক্সপ্রেসে, ১৬ ডিসেম্বর থেকে ট্রেন নং ১৪৮২৩/২৪ যোধপুর-রেওয়ারি-যোধপুর এক্সপ্রেসে এবং ৫ ডিসেম্বর থেকে ১৯৩২৭/২৮ রতলাম-উদয়পুর-রতলাম এক্সপ্রেসেও দ্বিতীয় শ্রেণির কোচে বিনা সংরক্ষিত টিকিটে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।