Income Tax: ফেসবুক-ইনস্টাগ্রামে এই কাজগুলি করলে আপনার উপর নজর পড়তে পারে আয়কর দফতরের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jun 30, 2023 | 6:30 AM

Social Media: মনে রাখবেন, শুধু আয়কর রিটার্ন যাচাই করাই কিন্তু আয়কর বিভাগের অফিসারদের একমাত্র কাজ নয়। আরও অনেক নজরদারি চালান তাঁরা। তেমনই বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের উপরেও নজর থাকে তাঁদের।

Income Tax: ফেসবুক-ইনস্টাগ্রামে এই কাজগুলি করলে আপনার উপর নজর পড়তে পারে আয়কর দফতরের
প্রতীকী ছবি
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

নয়া দিল্লি: আপনি কি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সময় কাটান? দৈনন্দিন জীবনের প্রতিটি আপডেট ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে শেয়ার করেন? নামি-দামী রেস্তরাঁয় ঘনঘন যাতায়াত আছে? কিংবা মাঝে মধ্যেই ছুটি কাটাতে বিদেশে ঘুরতে চলে যান? সেই সব ছবি ফেসবুকে, ইনস্টাগ্রামে আপলোডও নিশ্চয়ই করেন। তাহলে এই খবর অবশ্যই আপনার জেনে রাখা দরকার। আপনি যে পোস্টগুলি করছেন, তাতে শুধু আপনার বন্ধু-বান্ধব বা ফলোয়ার্সরাই নয়, নজর রাখছে আয়কর বিভাগও। ভাবছেন এটা কীভাবে হতে পারে? আয়কর বিভাগ কেন আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের উপর নজর রাখছেন?

মনে রাখবেন, শুধু আয়কর রিটার্ন যাচাই করাই কিন্তু আয়কর বিভাগের অফিসারদের একমাত্র কাজ নয়। আরও অনেক নজরদারি চালান তাঁরা। তেমনই বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের উপরেও নজর থাকে তাঁদের। হতেই পারে, আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে কী পোস্ট করছেন, তাতেও চোখ বুলিয়ে নিচ্ছে আয়কর বিভাগ। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার ব্যবহার যেভাবে বেড়েছে, তাতে ইনফ্লুয়েন্সারদের সংখ্যাও বেড়েছে। আর এই ইনফ্লুয়েন্সাররা কখন কী পোস্ট করছেন সে সব কিন্তু নজর এড়িয়ে যাচ্ছে না আয়কর বিভাগের।

চার্টার্ড অ্যাকাউন্টান্টদের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হল সিএ ক্লাব অব ইন্ডিয়া। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আপনি যদি কোনও বিলাসবহুল জিনিসপত্র কেনাকাটি করেন, কিংবা বিদেশ ভ্রমণে যান, বা নামী কোনও রেস্তরাঁয় ডিনারে বা লাঞ্চে যান… আর সেসবের ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন… তাহলে আয়কর বিভাগের নজরে আসতে পারেন আপনি। কারণ, সম্প্রতি এমন অনেক ইনফ্লুয়েন্সারদের কাছে আয়কর দফতরের নোটিস গিয়েছে। বিশেষ করে যাঁরা এই ধরনের রিলস কিংবা ছবি পোস্ট করেছেন… অথচ দেখা গিয়েছে তাঁরা যে আয়কর দিচ্ছেন তা খুবই সামান্য। আজকের দিনে অনেক ইনফ্লুয়েন্সার ও ভ্লগার উঠে এসেছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে। তাঁরা আজকাল অনেক নামি-দামী ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন, স্পনসর পান। সেসব করে অনেক টাকাও আয় করেন। তাঁরা ঠিকঠাক আয়কর দিচ্ছেন কি না, সেটির উপর নজর রাখছে আয়কর দফতর।

Next Article