AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Post Office Scheme: জিরো লস, গ্যারান্টি লাভের! এই স্কিমে টাকা রাখলে সুদের টাকাতেই আরামে চলবে সংসার

Post Office Scheme: পোস্ট অফিসের একাধিক স্কিম রয়েছে, যেখানে বিনিয়োগ করে দারুণ রিটার্ন পাওয়া যায়। এতে ঝুঁকিও নেই। এমন একটি স্কিম হল পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। এই স্কিমে বিনিয়োগ করে, আপনি দীর্ঘ সময় ধরে রিটার্ন পেতে পারেন।

Post Office Scheme: জিরো লস, গ্যারান্টি লাভের! এই স্কিমে টাকা রাখলে সুদের টাকাতেই আরামে চলবে সংসার
ফাইল চিত্র।Image Credit: Matt Hunt/Anadolu via Getty Images
| Updated on: Jul 25, 2025 | 12:50 PM
Share

নয়া দিল্লি: শুধু আজকের কথা ভাবলেই তো হবে না, ভবিষ্যৎ সুরক্ষিত রাখাও জরুরি। আর তার জন্য প্রয়োজন অর্থ সঞ্চয়ের। এখন অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করে অল্প সময়ে বেশি আয় করতে চান। তবে বর্তমানে যেভাবে টালমাটাল শেয়ার বাজার, তাতে বিনিয়োগ করতে অনেকেই ভয় পাচ্ছেন। আপনিও যদি মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে বিনিয়োগ না করে, কম ঝুঁকিপূর্ণ এমন কোথাও বিনিয়োগ করতে চান যেখান থেকে লাভও হবে, তাহলে আপনাদের জন্য রইল পোস্ট অফিসের একটি দারুণ স্কিমের খোঁজ।

পোস্ট অফিসের একাধিক স্কিম রয়েছে, যেখানে বিনিয়োগ করে দারুণ রিটার্ন পাওয়া যায়। এতে ঝুঁকিও নেই। এমন একটি স্কিম হল পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। এই স্কিমে বিনিয়োগ করে, আপনি দীর্ঘ সময় ধরে রিটার্ন পেতে পারেন।

পোস্ট অফিসের এই স্কিমে মাত্র ১ হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। সর্বাধিক ৯ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যায়। একক এবং যৌথ অ্যাকাউন্টের সুবিধা পাওয়া যায়। এই স্কিমের মেয়াদ ৫ বছর। চাইলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আরও ৫ বছর এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে বছরে ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

যদি আপনি মাসে মাসে সুদ না তোলেন, তাহলে সেভিং অ্যাকাউন্টেই সুদের অঙ্ক জমা হতে থাকে। স্কিমের মেয়াদ পূরণের পর সুদ সহ অর্থ পাওয়া যায়।

কীভাবে মাসে মাসে টাকা পাবেন এই স্কিমে?

যদি আপনি যৌথ অ্যাকাউন্ট খোলেন, তবে সর্বাধিক ১৮ লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করা যায়। ধরা যাক, আপনি এককালীন ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলেন, তাহলে বার্ষিক ১ লক্ষ ১১ হাজার টাকা সুদ পাবেন। অর্থ্যাৎ প্রতি মাসে ৯ হাজার ২৫০ টাকা করে পাবেন সুদ বাবদ।

একক অ্যাকাউন্ট খুললে, সর্বাধিক ৯ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। এর সুদ বাবদ বছরে ৬৬ হাজার ৬০০ টাকা পাবেন, অর্থাৎ মাসে ৫ হাজার ৫৫০ টাকা করে সুদের টাকা পাবেন।