নয়া দিল্লি: বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি স্কুলে প্রায় ১৫ হাজার শিক্ষক পদ খালি রয়েছে। সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে ১২ হাজার শিক্ষক পদ খালি রয়েছে। সবথেকে বেশি শূন্যপদ রয়েছে দক্ষিণের তামিলনাড়ুতে, সেখানে ১ হাজার ১৬২টি পদ খালি রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মধ্য প্রদেশ, সেখানে ১ হাজার ৬৬টি পদ খালি রয়েছে এবং তৃতীয় স্থানে রয়েছে কর্নাটক, সেখানে ১ হাজার ৬টি শূন্যপদ রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গে ৯৬৪টি, ওড়িশাতে ৮৮৬টি এবং মহারাষ্ট্রে ৭০৫টি শূন্যপদ রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, গোটা দেশের কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে ৯ হাজার ১৬১ জনকে চুক্তিভিত্তিক শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে।
অন্নপূর্ণা দেবী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারে আওতাধীন নবোদয় বিদ্যালয়গুলিতে ৩১৫৬ শিক্ষক পদ খালি রয়েছে। ঝাড়খণ্ডে শূন্যপদের সংখ্যা সবথেকে বেশি, সেখানে ২৩০টি শূন্যপদ রয়েছে। অরুণাচল প্রদেশ ও অসমে শূন্যপদের সংখ্যা ২১৫। কেন্দ্রীয় মন্ত্রী সংরক্ষিত পদ গুলির কথাও জানিয়েছেন। কেন্দ্রীয় বিদ্যালয়ে ওবিসিদের জন্য ৪৫৭টি, এসসিদের জন্য ১৬৩, এসটিদের জন্য ১৬৮টি এবং ইডাব্লুএসদের জন্য ১৬৩টি শূন্যপদ রয়েছে। অন্যদিকে নবোদয় বিদ্যালয়ে ওবিসিদের জন্য ৬৭৬টি, এসসিদের জন্য ৪৭০টি, এসটিদের জন্য ২৩৪টি এবং ইডাব্লুএসদের জন্য ১৯৪টি শূন্যপদ রয়েছে। বাকি পদগুলি সাধারণ প্রার্থীদের জন্য। কেন্দ্রীয় মন্ত্রী শূন্যপদ প্রসঙ্গে বলেন, “সময়ে সময়ে অবসর, বদলির কারণে শূন্যপদগুলি তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলতেই থাকে। নিয়োগের যাবতীয় নিয়ম মেনেই এই নিয়োগ হয়।”