রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কল্যানী ডেভেলপমেন্টে ব্লকে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে। এই পদে আবেদনকারীদের কল্যানী ডেভেলপমেন্ট ব্লকের বাসিন্দা হতে হবে। ৩ অগস্টের মধ্যে এই পদে আবেদন করতে হবে। এই পদে আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় তথ্য এক নজরে দেখে নেওয়া যাক…
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত বোর্ড থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। এছাড়াও সরকার অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপলিকেশন কোর্স করে থাকতে হবে। এছাড়াও এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সব মিলিয়ে ১টি শূন্যপদ রয়েছে।
বয়স: ০১/০১/২০২২ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদনপত্র ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করতে হবে এবং সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের জন্য ১) সদ্য তোলা পাসপোর্ট ছবি, ২) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ৩) বয়সের প্রমাণ পত্র, ৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, ৫) আধার কার্ড
আবেদন পাঠানোর ঠিকানা: ROOM NO- 208 OFFICE OF THE SUB-DIVISIONAL OFFICER, KALYANI
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।