IIM Kolkata Recruitment: কলকাতায় IIM-এ কর্মী নিয়োগ, ইন্টারভিউয়ে বাজিমাত করেই পান চাকরি
IIM Kolkata Recruitment: কলকাতায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে ২০ টি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ১২ মে-র মধ্যে করতে হবে আবেদন। ইন্টারভিউয়ের বাজিমাত করলেই মিলবে চাকরি।
কর্মসংস্থানের জন্য যে সংস্থা এমবিএ ডিগ্রি দিয়ে থাকে এবার সেই সংস্থাতেই চাকরির সুযোগ। অ্য়াকাডেমিক অ্য়াসোসিয়েট পদে কর্মী নিয়োগ করছে কলকাতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (Indian Institute of Management Calcutta)। ইমেল মারফত করা যাবে আবেদন। ১২ মে অবধি চলবে আবেদন প্রক্রিয়া। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন-
নিয়োগকারী সংস্থা:
কলকাতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (Indian Institute of Management Calcutta)
পদের নাম:
অ্য়াকাডেমিক অ্য়াসোসিয়েট (Academic Associate)
শূন্যপদের সংখ্যা:
২০
নিয়োগস্থল:
পশ্চিমবঙ্গের কলকাতা
বেতন:
প্রতি মাসে বেতন মিলবে ৩৪ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের স্নাতকোত্তর ও কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি করতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
আবেদনমূল্য:
প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
নির্বাচন পদ্ধতি:
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা বিচার করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের ইমেলে করতে হবে আবেদন।
ইমেল আইডি :
personnelsection@iimcal.ac.in
আবেদনের শেষ তারিখ: ১২ মে
বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন