AI for India 2.0: বিনামূল্যে ভারতীয় ভাষায় অনলাইনে শিখুন AI, দুর্দান্ত সুযোগ আনল কেন্দ্রীয় সরকার

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 17, 2023 | 9:00 AM

AI for India 2.0: স্কিল ইন্ডিয়া, জিইউভিআই, আইআইটি মাদ্রাজ এবং আইআইএম আহমেদাবাদ যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। এই অনলাইন প্রোগ্রামটি করলে এনসিভিইটি এবং আইআইটি মাদ্রাজ থেকে স্বীকৃতি পাওয়া যাবে।

AI for India 2.0: বিনামূল্যে ভারতীয় ভাষায় অনলাইনে শিখুন AI, দুর্দান্ত সুযোগ আনল কেন্দ্রীয় সরকার
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: বর্তমান সময়ে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্বের কথা নতুন করে বলার কিছু নেই। যে কোনও ক্ষেত্রে কাজ করতে গেলেই আগামী দিনে এআই-এর শরণাপন্ন হতে হবে। এই অবস্থায় ভারতীয় যুব সমাজের জন্য বিনামূল্যে, ভারতীয় ভাষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার এক দুর্দান্ত সুযোগ আনল ভারত সরকার। শনিবার ছিল বিশ্ব যুব দক্ষতা দিবস। ওইদিনই কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক, ‘এআই ফর ইন্ডিয়া ২.০’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বিনামূল্যের অনলাইন প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করল।

স্কিল ইন্ডিয়া, জিইউভিআই, আইআইটি মাদ্রাজ এবং আইআইএম আহমেদাবাদ যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। এই অনলাইন প্রোগ্রামটি করলে এনসিভিইটি এবং আইআইটি মাদ্রাজ থেকে স্বীকৃতি পাওয়া যাবে। কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই প্রশিক্ষণ প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে চালু করেন।

এই ক্ষেত্রে যাতে ভাষা কোনও বাধা না হয়ে দাঁড়ায়, তার জন্য প্রোগ্রামটি নয়টি ভারতীয় ভাষায় নকশা করা হয়েছে। অর্থাৎ, ৯টি ভারতীয় ভাষায় এই প্রশিক্ষণ নেওয়া যাবে। এই বিষয়ে ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “আরও বেশি করে প্রযুক্তিগত কোর্সগুলি ভারতীয় ভাষায় চালু করা উচিত। প্রযুক্তিকে ভাষার বন্দী করা উচিত নয়। প্রযুক্তি শিক্ষায়, বিশেষ করে গ্রামীণ এলাকায় ভাষার বাধা দূর করার ক্ষেত্রে এটা একটি ভাল উদ্যোগ। ভারত একটি প্রযুক্তি-সচেতন দেশ। ডিজিটাল অর্থপ্রদানের ক্ষেত্রে ভারতের সাফল্যই এর প্রমাণ।”

সমাজের নীচু তলার জনগোষ্ঠীকে অত্যাধুনিক প্রযুক্তিতে শিক্ষিত করার উদ্যোগের জন্য জিইউভিআই-এর প্রশংসা করেন ধর্মেন্দ্র প্রধান। এই অভিনব উদ্যোগের বিষয়ে তার পূর্ণ সমর্থন প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। এই প্রচেষ্টার পিছনে আইআইটি মাদ্রাজের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

Next Article