নয়া দিল্লি: চাঁদে পাড়ি রাখছে ইসরোর চন্দ্রযান। দেশের মহাকাশ গবেষণা সংস্থাতেই এবার মিলছে কাজের সুযোগ। ইসরোর বিক্রম স্পেস সেন্টারে চলছে কর্মী নিয়োগ। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর দিন কয়েক বাকি রয়েছে আবেদন পত্র জমা দেওয়ার। আগ্রহী আবেদনকারীরা vssc.gov.in – এই ওয়েবসাইটে গিয়ে আবেদন পাঠাতে পারেন।
ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টারের তরফে জানানো হয়েছে, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৬১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। এই শূন্যপদে আবেদন পাঠানোর শেষ তারিখ ২১ জুলাই।
এই শূন্য়পদে আবেদন জানানোর জন্য ৭৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে মহিলা প্রার্থী, জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও অবসরপ্রাপ্ত কর্মীরা যদি পরীক্ষায় বসেন, তবে তাদের আবেদন ফি রিফান্ড করে দেওয়া হবে।
আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করা হবে।
প্রথমেই vssc.gov.in – এই ওয়েবসাইটে যেতে হবে
এরপরে কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে।
এবার আবেদন পত্র খুঁজে বের করে, ফর্ম পূরণ করতে হবে।
প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করতে হবে।
আবেদন ফি জমা দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন পাঠানো জমা পড়ে যাবে।