নয়া দিল্লি: এইমসে চাকরির দারুণ সুযোগ। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স। অন্ধ্র প্রদেশের মঙ্গলগিরির এইমসে কর্মী নিয়োগ করা হবে। সিনিয়র রেসিডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি এইমসের অফিসিয়াল ওয়েবসাইট aiimsmangalagiri.edu.in – এ গিয়ে আবেদন জানাতে পারেন।
এইমস অন্ধ্র প্রদেশ মঙ্গলগিরির তরফে জানানো হয়েছে, মোট ৪৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতি-
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্য়মে কর্মী নিয়োগ করা হবে। আগামী ১৬ নভেম্বর এই ইন্টারভিউ হবে। এইমস মঙ্গলগিরির অ্যাডমিন অ্যান্ড লাইব্রেরি বিল্ডিংয়ে সকাল সাড়ে ৮টা থেকে ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউয়ের সময় সমস্ত ডিগ্রি সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট সহ প্রয়োজনীয় নথি আনতে হবে।
শিক্ষাগত যোগ্য়তা-
আবেদনকারীদের অবশ্যই স্নাতকোত্তর হতে হবে।
বয়সসীমা-
এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের বয়স ৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে।
আবেদন ফি-
এই শূন্য়পদে আবেদন করার জন্য ১৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতিদের ক্ষেত্রে আবেদন ফি ১০০০ টাকা ধার্য করা হয়েছে। বিশেষভাবে সক্ষমদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।