কলকাতা: বিমানসেবিকা হতে চান? তবে আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ দিচ্ছে এয়ার ইন্ডিয়া। ভারতীয় এই উড়ান সংস্থার তরফে প্রকাশ করা হয়েছে বিমান সেবিকা বা কেবিন ক্রু নিয়োগের বিজ্ঞপ্তি। কেবলমাত্র মহিলাদেরই এই পদে নিয়োগ করা হবে। কর্মস্থান হবে কলকাতা। আগ্রহী প্রার্থীরা সরাসরি এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা-
এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনও স্কুল বা বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে।
বয়সসীমা-
এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে নবাগত আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্য়ে হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন কেবিন ক্রু-দের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৩৫ বছর ধার্য করা হয়েছে।
নির্বাচন পদ্ধতি-
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। ওয়াক ইন ইন্টারভিউয়ের তারিখ ১২ জুলাই ২০২৩।
প্রথমেই আপনাকে এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট https://www.airindia.com/- এ যেতে হবে।
এরপরে হোমপেজে কেরিয়ার অপশনে ক্লিক করুন।
এবার শূন্যপদের অপশনটি সিলেক্ট করে তাতে “অ্যাপ্লাই নাও” অপশনে ক্লিক করুন।
এবার যথাযথ তথ্য পূরণ করে অনলাইন অপশনটি সাবমিট করুন।