Mazagon Dock: ৪১০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ম্যাজাগন ডক, জানুন বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 11, 2023 | 7:00 AM

৪১০ পদে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন পদে কত অ্যাপ্রেন্টিস নেওয়া হবে তার বিস্তারিত দেওয়া হয়েছে ম্যাগাজন ডক শিপবিল্ডার্সের তরফে। অনলাইনে আবেদনের পর জমা দিতে হবে ফি।

Mazagon Dock: ৪১০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ম্যাজাগন ডক, জানুন বিস্তারিত
ম্যাজাগন ডক

Follow Us

নয়াদিল্লি: ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড অ্যাপ্রেনটিস পদে নিয়োগ করবে। ৪১০ পদে নিয়োগের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবেদন করতে ইচ্ছুকরা ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এই নিয়োগের পরীক্ষা হবে অনলাইনে। কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মেডিক্যাল পরীক্ষাতে বসতে হবে।

৪১০ পদে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন পদে কত অ্যাপ্রেন্টিস নেওয়া হবে তার বিস্তারিত দেওয়া হয়েছে ম্যাজাগন ডক শিপবিল্ডার্সের তরফে। অনলাইনে আবেদনের পর জমা দিতে হবে ফি। প্রত্যেক পরীক্ষার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে।

এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে ৫ জুলাই থেকে। ২৬ জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হবে বলে জানা গিয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত পেতে এই লিঙ্কে ক্লিক করুন। এখান থেকেই নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Next Article