নয়াদিল্লি: ৪৯৬টি পদে নিয়োগদ করবে এয়ারপোর্টস অথোরিটি অব ইন্ডিয়া (AAI)। এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-এর জুনিয়র একজিকিউটিভ পদে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে শূন্যপদগুলিতে নিয়োগ করা হবে। সায়েন্স শাখার পড়ুয়াদের সামনে তাই আকর্ষণীয় চাকরির হাতছানি দিচ্ছে এয়ারপোর্টস অথোরিটি অব ইন্ডিয়া।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের জুনিয়র একজিকিউটিভ পদে আবদনের জন্য স্নাতক পাশ করতে হবে। স্নাতকে পদার্থবিদ্যা এবং অঙ্ক বিষয় হিসাবে থাকা বাধ্যতামূলক। এ ছাড়া যে কোনও শাখায় বিটেক বা বিই পাশ করা ইঞ্জিনিয়াররা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ২৭ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে।
এয়ারপোর্টস অথোরিটি অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য এক হাজার টাকা ফি জমা দিতে হবে। তবে এসসি, এসটি এবং মহিলাদের কোনও আবেদন ফি লাগবে না। ১ নভেম্বর থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। তা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এই নিয়োগের পরীক্ষা কখন, কোথায় নেওয়া হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে। অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে দেখুন এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি।