IOCL: প্রায় ৫০০ পদে নিয়োগ IOCL-এ, কীভাবে করবেন আবেদন জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 14, 2022 | 9:30 AM

IOCL: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে ৪৬৫ টি অ্যাপ্রেনটিস পদে নিয়োগ করা হবে। ৩০ নভেম্বর পর্যন্ত করা যাবে আবেদন।

IOCL: প্রায় ৫০০ পদে নিয়োগ IOCL-এ, কীভাবে করবেন আবেদন জেনে নিন
প্রতীকী ছবি

Follow Us

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে শিক্ষাণবীশ বা ট্রেড অ্যাপ্রেনটিস (Apprentice) নিয়োগ করা হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্য়ে এই নিয়োগ করা হবে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে সংস্থা। এবার এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা:

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Limited)

পদের নাম:

অ্যাপ্রেনটিস পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদের সংখ্যা:

মোট ৪৬৫ টি পদের জন্য নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে মোট ৪৫ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও বিহারে ৩৬ টি, অসম ২৮ টি, উত্তর প্রদেশে ৪২ টি, হরিয়ানায় ৪০ টি, পঞ্জাবে ১২ টি, দিল্লিতে ২২টি, উত্তরাখণ্ডে ৬টি, রাজস্থানে ৪৬টি, হিমাচল প্রদেশে ৩টি, ওড়িশায় ৪৮ টি, ছত্তীসগঢ়ে ৬টি, ঝাড়খণ্ডে ৩ টি, তামিলনাড়ুতে ৩৪ টি, কর্নাটকে ৭ টি ও গুজরাটে ৮৭ টি পদে নিয়োগ করা হচ্ছে।

কোন পদে নিয়োগ:

মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্টস, ডাটা এন্ট্রি অপারেটর সহ ভিন্ন পদের জন্য় নিয়োগ করা হবে।

নিয়োগস্থল:

দেশজুড়ে বিভিন্ন রাজ্যে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারীদের দ্বাদশ শ্রেণি পাস করতে হবে। এর সঙ্গে যে যেই বিভাগে যোগ দিতে চান সেই সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা স্নাতক করতে হবে।

বয়সসীমা:

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২ সালের ১০ নভেম্বর অনুযায়ী, প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।

আবেদনমূল্য:

এই পদে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি:

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ:

৩০ নভেম্বর অবধি করা যাবে আবেদন।

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন

আবেদন করতে ক্লিক করুন

 

Next Article