রাজ্য়ে কেন্দ্রীয় সরকারের একাধিক ভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নয়া দিল্লি, কলকাতা ও তামিলনাড়ুতে নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা:
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (Broadcast Engineering Consultants India Limited)
পদের নাম:
সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিসট্যান্ট ও এগজিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে।
শূন্যপদের সংখ্যা:
১১ টি পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও স্বীকৃতপ্রাপ্ত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে আবেদনকারীকে সিএ, বি.কম, স্নাতক ও এমবিএ করা থাকতে হবে প্রার্থীদের। সিনিয়র অ্যাকাউন্ট অ্য়াসিসট্যান্ট [Sr. Account Assistant (Account Payables)], সিনিয়র অ্যাকাউন্ট অ্য়াসিসট্যান্ট (পেরোলস)[
Sr. Account Assistant (Payrolls)], সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিসট্যান্ট (অ্যাকাউন্ট রিসিভেবলস)[
Sr. Account Assistant (Account Receivables)] পদে আবেদনের জন্য বি.কম পাস করতে হবে।
সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিসট্যান্ট-জিএসটি পদে নিয়োগের জন্য সিএ করতে হবে।
সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিসট্যান্ট (অ্যাকাউন্ট পেএবলস) পদে নিয়োগের জন্য প্রার্থীকে বি.কম পাস করতে হবে।
আর এগজ়িকিউটিভ-এইচআর পদে নিয়োগের জন্য এইচআর এ এমবিএ করতে হবে আবেদনকারীকে।
বেতন:
বিভিন্ন পদের জন্য বিভিন্ন বেতন সীমা রয়েছে। মোটামুটি মাসিক বেতন রয়েছে ৩০ থেকে ৩৫ হাজারের মধ্যে।
আবেদনের শেষ তারিখ:
১৮ নভেম্বর অবধি করা যাবে আবেদন
এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন