BECIL Recruitment: কেন্দ্রীয় সংস্থায় একাধিক পদে কর্মী নিয়োগ, মাস গেলে বেতন ৩৫ হাজার টাকা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 14, 2022 | 8:26 AM

BECIL Recruitment: কেন্দ্রীয় সংস্থায় একাধিক পদে কর্মী নিয়োগ। ১৮ নভেম্বরের মধ্যে করতে হবে আবেদন।

BECIL Recruitment: কেন্দ্রীয় সংস্থায় একাধিক পদে কর্মী নিয়োগ, মাস গেলে বেতন ৩৫ হাজার টাকা
সিনিয়র ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। আর ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৫৮ বছর।

Follow Us

রাজ্য়ে কেন্দ্রীয় সরকারের একাধিক ভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নয়া দিল্লি, কলকাতা ও তামিলনাড়ুতে নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা:

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (Broadcast Engineering Consultants India Limited)

পদের নাম:

সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিসট্যান্ট ও এগজিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে।

শূন্যপদের সংখ্যা:

১১ টি পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও স্বীকৃতপ্রাপ্ত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে আবেদনকারীকে সিএ, বি.কম, স্নাতক ও এমবিএ করা থাকতে হবে প্রার্থীদের। সিনিয়র অ্যাকাউন্ট অ্য়াসিসট্যান্ট [Sr. Account Assistant (Account Payables)], সিনিয়র অ্যাকাউন্ট অ্য়াসিসট্যান্ট (পেরোলস)[
Sr. Account Assistant (Payrolls)], সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিসট্যান্ট (অ্যাকাউন্ট রিসিভেবলস)[
Sr. Account Assistant (Account Receivables)] পদে আবেদনের জন্য বি.কম পাস করতে হবে।

সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিসট্যান্ট-জিএসটি পদে নিয়োগের জন্য সিএ করতে হবে।

সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিসট্যান্ট (অ্যাকাউন্ট পেএবলস) পদে নিয়োগের জন্য প্রার্থীকে বি.কম পাস করতে হবে।

আর এগজ়িকিউটিভ-এইচআর পদে নিয়োগের জন্য এইচআর এ এমবিএ করতে হবে আবেদনকারীকে।

বেতন:

বিভিন্ন পদের জন্য বিভিন্ন বেতন সীমা রয়েছে। মোটামুটি মাসিক বেতন রয়েছে ৩০ থেকে ৩৫ হাজারের মধ্যে।

আবেদনের শেষ তারিখ:

১৮ নভেম্বর অবধি করা যাবে আবেদন

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন

Next Article