জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাওড়া জেলার বিভিন্ন ব্লকে পঞ্চায়েত এলাকায় আশাকর্মী নিয়োগ করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সব মিলিয়ে ১৯১টি শূন্যপদ রয়েছে। শুধুমাত্র বিবাহিত, বিধবা অথাব বিবাহ বিচ্ছিন্না মহিলা চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। ১৪ সেপ্টেম্বর অবধি এই পদে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হলেই এই পদে আবেদন করা যাবে। আবেদনকারীকে অবশ্যই বিবাহিত, বিধবা অথবা আইনতভাবে বিবাহ বিচ্ছিন্না হতে হবে। শুধুমাত্র সংশ্লিষ্ট জেলার মহিলারাই এই পদে আবেদন করতে পারবেন।
বয়স: আবেদনকারীদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তপসিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি: অফলাইনে আবেদন করা যাবে। আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা দিতে হবে। কোন কোনও ব্লক অফিসে আশাকর্মী নিয়োগ করা হবে, বিস্তারিত বিজ্ঞপ্তিতে তার উল্লেখ রয়েছে।
বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।