ASHA Worker Recruitment : রাজ্যে ১৮৬ টি পদে আশা কর্মী নিয়োগ চলছে, মাধ্যমিক পাসেই করা যাবে আবেদন
ASHA Worker Recruitment : রাজ্যে ১৮৬ টি শূন্যপদে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাসেই করা যাবে আবেদন।
রাজ্যে মহিলাদের স্বনির্ভর হওয়ার নতুন সুযোগ এনে দিল রাজ্য সরকার। রাজ্যের মহিলা প্রার্থীদের জন্য সুখবর। রাজ্য়ের জেলার অন্তর্গত ভিন্ন ভিন্ন সাব-ডিভিশনে নতুন করে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
পদের নাম :
আশা কর্মী (Asha Worker)
মোট শূন্যপদ :
মোট ১৮৬ টি পদে আশাকর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে ব্যারাকপুর সাব ডিভিশনে ৩০ টি শূন্যপদে, বসিরহাট সাব ডিভিশনে ৭২ টি পদে, বনগাঁও সাব ডিভিশনে ২৫ টি পদে ও বারাসত সাব ডিভিশনে ৫৯ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা :
এই পদে আবেদনের জন্য কমপক্ষে মাধ্যমিক পাস করতেই হবে।
অন্যান্য যোগ্যতা :
মহিলারাই একমাত্র এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও প্রার্থীকে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা :
১৫ জুলাই অনুযায়ী আবেদনকারীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি :
অফলাইনেই করা যাবে আবেদন। বিভিন্ন সাব ডিভিশনের জন্য আলাদা আলাদা আবেদনপত্র রয়েছে। প্রত্যেক সাব ডিভিশনের ব্লক অফিসের ঠিকানায় প্রয়োজনীয় নথিপত্র সহ পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর নমুনা :
The Block Development Officer, ___ Development Block, At ____ B.D.O office, At ____ P.O- _____ P.S- _____ Dist- North 24 Parganas, Pin- _____।
গুরুত্বপূর্ণ নথিপত্র :
জন্মতারিখের শংসাপত্র
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হওয়ার শংসাপত্র
জাতি শংসাপত্র
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র
দুই কপি পাসপোর্ট সাইজ়ের ছবি
বারাসত সাব ডিভিশনের জন্য আবেদনপত্র – ক্লিক করুন
বনগাঁও সাব ডিভিশনের জন্য আবেদনপত্র – ক্লিক করুন
বসিরহাট সাব ডিভিশনের জন্য আবেদনপত্র – ক্লিক করুন
ব্যারাকপুর সাব ডিভিশনের জন্য আবেদনপত্র – ক্লিক করুন