Assam Police Recruitment: সাড়ে পাঁচ হাজারের বেশি নিয়োগ হবে অসম পুলিশে, ১৫ অক্টোবর থেকে শুরু আবেদন

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 12, 2023 | 7:30 AM

অসম পুলিশে সাব ইনস্পেক্টর, কনস্টেবল, অ্যাসিট্যান্ট ডেপুটি কন্ট্রোলার, ওয়ারলেস অপারেটর, হাবিলদার, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ানের মতো একাধিক পদে লোক নেওয়া হবে। কোন পদে কত জনকে নিয়োগ করা হবে, সেই সব পদে আবেদনের বয়সসীমার বিষয়ে বিস্তারিত উল্লেখিত হয়েছে বিজ্ঞপ্তি।

Assam Police Recruitment: সাড়ে পাঁচ হাজারের বেশি নিয়োগ হবে অসম পুলিশে, ১৫ অক্টোবর থেকে শুরু আবেদন
অসম পুলিশে নিয়োগ
Image Credit source: Twitter

Follow Us

গুয়াহাটি: বিভিন্ন পদে সাড়ে পাঁচ হাজারেরও বেশি জনকে নিয়োগ করবে অসম পুলিশ। ইতিমধ্যেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে কী কী পদে নিয়োগ করবে অসম পুলিশ। অসম পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই সব পদের জন্য আবেদন করতে হবে। এই পদে আবেদনের জন্য শারীরিক পরীক্ষাও দিতে হবে।

অসম পুলিশে সাব ইনস্পেক্টর, কনস্টেবল, অ্যাসিট্যান্ট ডেপুটি কন্ট্রোলার, ওয়ারলেস অপারেটর, হাবিলদার, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ানের মতো একাধিক পদে লোক নেওয়া হবে। কোন পদে কত জনকে নিয়োগ করা হবে, সেই সব পদে আবেদনের বয়সসীমার বিষয়ে বিস্তারিত উল্লেখিত হয়েছে বিজ্ঞপ্তি।

শারীরিক মাপের বিষয়েও জানানো হয়েছে। পুরুষ আবেদনকারীদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬২.৫৬ সেমি। বুকের মাপ ৮০ থেকে ৮৫ সেমি হতে হবে। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৫৪.৯৪ সেমি হতে হবে। লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, কম্পিউটার প্রফিসিয়েন্সি পরীক্ষা পাশ করলে তবেই নিয়োগ করা হবে।

১৫ অক্টোবর থেকে এই পদের জন্য আবেদনগ্রহণ শুরু হবে। অসম পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এ গিয়ে আবেদন করতে হবে। ১ নভেম্বর পর্যন্ত আবেদন গৃহীত হবে।

Next Article