Assam Rifles Recruitment 2023: অসম রাইফেলসে চাকরির সুযোগ, ২৮ তারিখের মধ্যে করুন আবেদন

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 02, 2024 | 6:30 AM

Assam Rifles Recruitment 2023: অসম রাইফেলসের তরফে জানানো হয়েছে রাইফেলম্যান, রাইফেলওম্যান সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি অসম রাইফেলসের অফিসিয়াল ওয়েবসাইট assamrifles.gov.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৮ জানুয়ারি।

Assam Rifles Recruitment 2023: অসম রাইফেলসে চাকরির সুযোগ, ২৮ তারিখের মধ্যে করুন আবেদন
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। অসম রাইফেলসের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। অসম রাইফেলসের তরফে জানানো হয়েছে রাইফেলম্যান, রাইফেলওম্যান সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি অসম রাইফেলসের অফিসিয়াল ওয়েবসাইট assamrifles.gov.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৮ জানুয়ারি।

অসম রাইফেলসের তরফে জানানো হয়েছে, আগামী ৪ মার্চ থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। অসমের শিলংয়ে অসম রাইফেলসের হেডকোয়ার্টারে এই নিয়োগ পরীক্ষা হবে। যাদের আবেদন পত্র গ্রহণ করা হবে, তাদের লিখিত পরীক্ষা দিতে হবে।

শূন্যপদ-

অসম রাইফেলসের তরফে জানানো হয়েছে, মোট ৪৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

কীভাবে আবেদন করবেন?

এই শূন্যপদে অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ও ডিপ্লোমা বা আইটিআই সার্টিফিকেট জমা দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা-

ডিরেক্টরেট জেনারেল অসম রাইফেলস, (রিক্রুটমেন্ট ব্রাঞ্চ), লাইটোকোর, শিলং, মেঘালয়-৭৯৩০১০

Next Article