নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। অসম রাইফেলসের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। অসম রাইফেলসের তরফে জানানো হয়েছে রাইফেলম্যান, রাইফেলওম্যান সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি অসম রাইফেলসের অফিসিয়াল ওয়েবসাইট assamrifles.gov.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৮ জানুয়ারি।
অসম রাইফেলসের তরফে জানানো হয়েছে, আগামী ৪ মার্চ থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। অসমের শিলংয়ে অসম রাইফেলসের হেডকোয়ার্টারে এই নিয়োগ পরীক্ষা হবে। যাদের আবেদন পত্র গ্রহণ করা হবে, তাদের লিখিত পরীক্ষা দিতে হবে।
অসম রাইফেলসের তরফে জানানো হয়েছে, মোট ৪৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
এই শূন্যপদে অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ও ডিপ্লোমা বা আইটিআই সার্টিফিকেট জমা দিতে হবে।
ডিরেক্টরেট জেনারেল অসম রাইফেলস, (রিক্রুটমেন্ট ব্রাঞ্চ), লাইটোকোর, শিলং, মেঘালয়-৭৯৩০১০