কলকাতা: সব বাবা-মায়েরই স্বপ্ন থাকে, তাঁদের সন্তানদের দেশের সেরা স্কুলে পড়ানোর। কিন্তু সবার পক্ষে লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে ছেলে-মেয়েদের প্রথম সারির বেসরকারি বিদ্যালয়গুলিকে পড়ানোর ক্ষমতা থাকে না। তবে, অনেক কম খরচে প্রায় একই রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়, সৈনিক স্কুলগুলিতে। ভারতের সকল সৈনিক স্কুলগুলিতে একই ধরনের শিক্ষা, শৃঙ্খলা এবং প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু, অনেকেরই মনে প্রশ্ন থাকে, অসামরিক ব্যক্তিরা কি এই স্কুলগুলিতে ভর্তি হতে পারে? আসুন জেনে নেওয়া যাক সৈনিক স্কুলে ভর্তি সম্পর্কে সবকিছু –
অসামরিক ব্যক্তিদের ছেলেমেয়েরা ভর্তি হতে পারে?
সৈনিক স্কুলগুলি মূলত ভারতীয় সশস্ত্র বাহিনীর কর্মীদের সন্তানদের শিক্ষা প্রদানের লক্ষ্যেই প্রতিষ্ঠিত। তবে, অসামরিক ব্যক্তিদের ছেলেমেয়েরাও এই স্কুলগুলিতে ভর্তি হত পারে। আগে শুধু ছেলেরাই এই স্কুলগুলিতে পড়ার সূযোগ পেলেও, এখন মেয়েরাও এখানে পড়তে পারে। এর জন্য একটি নির্ধারিত প্রক্রিয়া আছে। বেশিরভাগ আসন থাকে সামরিক কর্মীদের সন্তানদের জন্য সংরক্ষিত। বাকি আসনগুলির জন্য, অসামরিক ব্যক্তিদের ছেলেমেয়েদের প্রবেশিকা পরীক্ষা দিতে হয়।
কীভাবে ভর্তি হওয়া যায়?
সৈনিক স্কুলে ভর্তির দুটি সুযোগ রয়েছে – একটি ষষ্ঠ শ্রেণিতে এবং অন্যটি নবম শ্রেণিতে। সারা দেশে সৈনিক স্কুলে ভর্তির জন্য অল ইন্ডিয়া সৈনিক স্কুল এন্ট্রান্স পরীক্ষা (AISSEE) নেওয়া হয়। প্রতি বছর এই প্রবেশিকা পরীক্ষা হয়। এর জন্য অভিভাবকদের ফর্ম পূরণ করতে হয়। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য বয়স হতে হয় ১০ থেকে ১২ বছরের মধ্যে। আর নবম শ্রেণিতে ভর্তির জন্য বয়স হতে হয় ১৩ থেকে ১৫ বছরের মধ্যে।
ফর্ম এবং প্রবেশিকা পরীক্ষা
প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বর বা নভেম্বর থেকে ডিসেম্বর মাসে আবেদন প্রক্রিয়া শুরু হয়। আপনি যদি আপনার সন্তানকে সৈনিক স্কুলে ভর্তি করাতে চান, তাহলে এই সময়ে আপনাকে অনলাইনে ভর্তির ফর্ম পূরণ করতে হবে। সৈনিক স্কুলে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রতি বছর জানুয়ারি মাসে সৈনিক স্কুলের প্রবেশিকা পরীক্ষা হয়। সৈনিক স্কুলগুলি ইংরেজি মাধ্যমে বোর্ডিং স্কুল। সিবিএসই বোর্ডের অন্তর্গত। তবে, এই স্কুলগুলিতে পড়াশোনার পাশাপাশি শিশুদের এনডিএ, এনএ পরীক্ষা এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য পরীক্ষার জন্যও প্রস্তুত করা হয়।
আবেদনের মূল্য এবং বেতন
এসসি এবং এসটি বিভাগের শিক্ষার্থীরা ছাড়া, সৈনিক স্কুলে প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদন করার মূল্য ৫৫০ টাকা। আর এসসি-এসটিদের জন্য এই মূল্য ৪০০ টাকা। সৈনিক স্কুলের এক বছরের বেতন ৫০,০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে।