কলকাতা : দিন দিন মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এই দাম বৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্তের অবস্থা। এই বাজারে চাকরিরও হাহাকার। এই পরিস্থিতিতে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। কেন্দ্রীয় সরকারে চাকরির বড় সুযোগ। ইন্দো টিবেটান বর্ডার পুলিশ নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকারের অধীনে কাজের সুযোগ।
পদের নাম :
অ্যাসিসটেন্ট সাব ইনস্পেক্টর স্টেনোগ্রাফার (Assistant Sub Inspector ASI Stenographer)
শূন্যপদ :
মোট ৩৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
অ্যাসিসটেন্ট সাব ইনস্পেক্টর স্টেনোগ্রাফার (ডাইরেক্ট) পুরুষ – ১৯। এর মধ্যে ৭ টি অসংরক্ষিতদের জন্য, ২ টি তফসিলি উপজাতি, ৮ টি ওবিসি ও ২ টি আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য।
অ্যাসিসটেন্ট সাব ইনস্পেক্টর স্টেনোগ্রাফার (ডাইরেক্ট) মহিলা – ০২। এর মধ্যে ১ টি অসংরক্ষিতদের জন্য, ১ টি ওবিসি শ্রেণির জন্য।
অ্যাসিসটেন্ট সাব ইনস্পেক্টর স্টেনোগ্রাফার (LDCE)- ১৭ । এর মধ্যে ১৪ টি অসংরক্ষিতদের জন্য, ২ টি তফসিলি উপজাতি, ১ টি তফসিলি জনজাতির জন্য।
শিক্ষাগত যোগ্যতা :
অ্যাসিসটেন্ট সাব ইনস্পেক্টর স্টেনোগ্রাফার (ডাইরেক্ট)-র জন্য কোনও স্বীকৃতিপ্রাপ্ত বোর্ডের অধীনে দ্বাদশ শ্রেণি পাস হতে হবে।
ডিকটেশন : ১০ মিনিট সময়ে ৮০ টি শব্দ প্রতি মিনিটে লেখার ক্ষমতা রাখতে হবে।
ট্রান্সক্রিপশন : ইংরেজির জন্য ৫০ মিনিট বা হিন্দিতে ৬৫ মিনিট।
বয়সসীমা :
অ্যাসিসটেন্ট সাব ইনস্পেক্টর স্টেনোগ্রাফার (ডাইরেক্ট)-র জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
অ্যাসিসটেন্ট সাব ইনস্পেক্টর স্টেনোগ্রাফার (LDCE)এর ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর।
আবেদনের শেষ তারিখ :
৮ জুন থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ৭ জুলাই।
আবেদন মূল্য :
Gen/OBC/EWS প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১০০ টাকা।
SC/ST/মহিলাদের কোনও ফি লাগবে না।
বেতন :
বেতন হতে পারে ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা অবধি।
নির্বাচনের পদ্ধতি :
প্রথমে সকলের আবেদনপত্র যাচাই করে দেখা হবে। তারপর নিম্নোক্ত পদ্ধতির মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বেছে নেওয়া হবে।
শারীরিক কর্মক্ষমতা পরীক্ষা (PET)
ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST)
লিখিত পরীক্ষা
স্কিল টেস্ট
মেডিক্যাল পরীক্ষা
বিস্তারিত জানতে ক্লিক করুন