কলকাতা: শেষবার স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষা(Teacher recruitment test) হয়েছিল ২০১৬ সালে। অবশেষে কয়েক সপ্তাহ আগে ফের রাজ্যে উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। এমতাবস্থায় এবার, কলেজ স্তরেও অধ্যাপক নিয়োগের তোড়জোড় শুরু হয়ে গেল। সূত্রের খবর, আগামী ডিসেম্বরের মধ্যেই ১৫০০ অধ্যাপক নিয়োগ(Recruitment of 1500 Professors) হবে গোটা রাজ্যজুড়ে। ইতিমধ্যেই, কলেজ সার্ভিস কমিশনে মোট ৩৩ হাজার আবেদন জমা পড়েছে। ৪৫০টি কলেজে নিয়োগ করা হবে আবেদনকারীদের।
সূত্রের খবর, ইতিমধ্যেই কলেজগুলিকে শূন্যপদের তালিকা পাঠাতে বলা হয়েছে কলেজ সার্ভিস কমিশনের তরফে। নির্দেশ গিয়েছে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের কাছে। প্রসঙ্গত, অধ্যাপকদের অবসরদের বয়স বেড়ে যাওয়ায় দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল কলেজ সার্ভিস কমিশনে। যদিও একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ে শূন্যপদের সংখ্যা বাড়তে থাকলেও নিয়োগ না হয় বাড়ছিল সমস্যা। পর্যাপ্ত অধ্যাপকের অভাবে সমস্যার মুখে পড়ছিল পঠনপাঠন। অন্যদিকে অপর এক পরিসংখ্যান বলছে গত ১০ বছরে ৭৫০০ জনকে চাকরি দিয়েছে কলেজ সার্ভিস কমিশন। যদিও তাতেও সমস্যা বিশেষ মেটেনি।
এদিকে আগের তুলনায় অনেক বেশি উচ্চশিক্ষার দিকে ঝুঁকছে পড়ুয়ারা। যার ফলে কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিতে আসনের সংখ্যাও অনেকটা বাড়ানো হয়। তবে, আসনের সংখ্যা বাড়লেও পর্যাপ্ত অধ্য়াপকের অভাবে ধুঁকছিল পঠনপাঠন। এমনকী একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নানা নতুন শাখায় স্বল্প সংখ্য়ক শিক্ষক নিয়ে পড়াশোনা শুরু হলেও কিছু সময় যেতে না যেতেই বাড়তে থাকে সমস্যা। অনেক জায়গাতেই গেস্ট লেকচারার দিয়েও চলছিল কাজ। তারপরেও শিক্ষক নিয়োগের দাবি, বারেবারেই আন্দোলনের রাস্তায় নামতে দেখা গিয়েছে যাদবপুরের মতো রাজ্যের একাধিক প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠানকে। এমতাবস্থায়, নতুন করে অধ্যাপক নিয়োগের খবরে জোর চর্চা শুরু হয়েছে শিক্ষা মহলে। তবে, এতদিন পর ১৫০০ অধ্যাপক নিয়োগে কতটা উচ্চশিক্ষার হাল ফেরে এখন সেটাই দেখার।