আমরা সকলেই এক এক একটা স্বপ্ন নিয়ে বড় হই। নিজেকে গড়ার স্বপ্ন। কেউ ভাবেন বড় হয়ে প্লেন চালাবেন, কেউ আবার নাসায় পৌঁছে যাবেন। আবার কেউ জনগণের সেবায় নিজের জীবন উৎসর্গ করেন। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়েই জীবনে বিভিন্ন অধ্যায়ে শুরু হয় প্রস্তুতি। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা থেকে শুরু হয় প্রথম ধাপ। তারপর সব পেরিয়ে এমবিবিএস। এমবিবিএস হওয়ার পর স্বপ্নের কাছাকাছি পৌঁছে যান। এবার সেইসব এমবিবিএস পাস করা প্রার্থীদের জন্য চলে গেল চাকরির সুযোগ। জেলা হাসপাতালে চলছে নিয়োগ। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
শূন্যপদ :
মোট ১০ টি পদে নিয়োগ করা হবে।
পদের নাম :
স্টাইপেন্ডিয়ারি হাউস স্টাফ (Stipendiary House Staff) পদে নিয়োগ করা হবে।
নিয়োগকারী সংস্থা :
বালুরঘাট জেলা হাসপাতাল (Balurghat District Hospital)
কর্মস্থল :
পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর
শিক্ষাগত যোগ্যতা :
বালুরঘাটের জেলা হাসপাতালের সরকারি নোটিফিকেশন অনুযায়ী চাকরিপ্রার্থীকে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস (MBBS) পাস করতে হবে।
আবেদন পদ্ধতি :
এই পদে আবেদনের জন্য কোনও ফি লাগবে না।
নির্বাচন পদ্ধতি :
ওয়াক-ইন ইন্টারভিউয়ে অংশ নিয়ে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারলেই মিলবে চাকরি।
ইন্টারভিউয়ের দিনক্ষণ :
১১ জুলাই ইন্টারভিউয়ের দিন নির্ধারিত হয়েছে। বায়োডাটা ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত থাকতে হবে।
ইন্টারভিউস্থলের ঠিকানা :
ফার্স্ট ফ্লোর, সেমিনার রুম অব সুপার স্পেশ্যালিটি বিল্ডিং (1st Floor, Seminar Room of Super Speciality Building)
এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন
সরকারি ওয়েবসাইট – wbhealth.gov.in