ফাইল চিত্র
নয়া দিল্লি: সরকারি চাকরির আশায় বসে থাকেন অনেকেই। তবে সঠিক সময়ে সরকারি চাকরির খোঁজ না পাওয়ায়, আবেদন করতে পারেন না। করোনাকালের পর থেকেই তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্টটেন্ট ইন্ডিয়া লিমিটেডে চলছে কর্মী নিয়োগ। অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে গুয়াহাটির অধীনেই আউটসোর্সিংয়ের মাধ্যমেই করা হবে কর্মী নিয়োগ। দিল্লিতে পোস্টিং করা হবে নিযুক্ত কর্মীদের। আগামী ২৯ সেপ্টেম্বর অবধি আবেদন করা যাবে এই শূন্যপদগুলিতে।
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্টটেন্ট ইন্ডিয়া লিমিটেডের অধীনে মোট ১৮৯ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আপার ডিভিশন ক্লার্ক-২
ডাটা এন্ট্রি অপারেটর- ১
স্টোর কিপার- ২
ক্যাশিয়ার- ১
অ্যাকাউন্টস অ্যাসিস্টেন্ট- ১
জুনিয়র অ্যাডমিন অফিসার- ১
জুনিয়র অ্যাকাউন্টস অফিসার- ১
অ্যাসিস্টেন্ট স্টোরস অফিসার- ২
এই পদে যারা আবেদন করতে আগ্রহী, তাদের সরাসরি BECIL-র অফিসিয়াল ওয়েবসাইটে- www.becil.com অনলাইনে আবেদন করতে হবে। www.becil.com- এ ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশনে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলেই একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে, তা পূরণ করে ও অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে। ফর্ম পূরণের আগে অবশ্যই ‘হাউ টু অ্যাপ্লাই’ অপশনে গিয়ে আবেদনের বিস্তারিত তথ্য জেনে নিন।