BEL Recruitment 2022: কেন্দ্রীয় সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, চাকরি পেলেই বেতন ৩০ হাজার

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

May 20, 2022 | 8:30 AM

BEL India: সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে সরকারি গড়িমসির কারণে অনেকেই সুযোগ থেকে বঞ্চিত হন। এবার চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড।

BEL Recruitment 2022: কেন্দ্রীয় সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, চাকরি পেলেই বেতন ৩০ হাজার
ছবি: সংবাদ সংস্থা

Follow Us

কলকাতা: করোনা পরিস্থিতির পর বেসরকারি সংস্থায় কর্মরত অনেকেই চাকরি হারিয়েছেন। সরকারি চাকরির যেহেতু নিরাপত্তা আছে, তাই সরকারি চাকরি পাওয়ার ঝোঁক অনেকটাই বাড়ছে। বেসরকারি চাকরি করেও অনেকে সরকারি চাকরির পরীক্ষা পাশের প্রস্তুতি নিচ্ছেন। তবে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে সরকারি গড়িমসির কারণে অনেকেই সুযোগ থেকে বঞ্চিত হন। এবার চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড। প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং ট্রেনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৫৫ টি শূন্যপদ রয়েছে বলেই জানা গিয়েছে। ১ জুন ২০২২ অবধি আবেদন করা যাবে। বেলের ওয়েবসাইট bel-india.in ওয়েবসাইট থেকে এই পদে আবেদন করা যাবে।

 

শূন্যপদ ও বেতন

ট্রেনি ইঞ্জিনিয়ার: এই পদের বেলায় ৩০ হাজার টাকা বেতন মিলবে। ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার পদে ২১ টি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে ১৭ টি শূন্যপদ রয়েছে।

প্রজেক্ট ইঞ্জিনিয়ার: এই পদের বেলায় ৪০ হাজার টাকা বেতন মিলবে। ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার পদে ১৫ টি, সিভিল ইঞ্জিনিয়ার পদে ১ টি এবং এইচআর পদে ১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

প্রজেক্ট ইঞ্জিনিয়ার: এই পদে আবেদনের জন্য ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিই বা বিটেক ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যমূলক।

ট্রেনি ইঞ্জিনিয়ার: এই পদে আবেদনের জন্য ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিই বা বিটেক ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। ১ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যমূলক।

আবেদন ফি:

ট্রেনি ইঞ্জিনিয়ার: ১৭৭ টাকা

প্রজেক্ট ইঞ্জিনিয়ার: ৪৭২ টাকা

সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

Next Article