BPCL Recruitment 2023: ভারত পেট্রোলিয়ামে চাকরির বিশেষ সুযোগ, শীঘ্রই আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 22, 2023 | 12:19 AM

BPCL: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান (ডিপ্লোমা)/ নন-ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ভারত পেট্রোলিয়াম। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

BPCL Recruitment 2023: ভারত পেট্রোলিয়ামে চাকরির বিশেষ সুযোগ, শীঘ্রই আবেদন করুন
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: ভারত পেট্রোলিয়ামে (Bharat Petroleum) চাকরির বিশেষ সুযোগ! গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান (ডিপ্লোমা)/ নন-ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ভারত পেট্রোলিয়াম। এব্যাপারে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এব্যাপারে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৩।

মোট শূন্যপদ

ভারত পেট্রোলিয়ামে মোট ১৩৮টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ৭৭ এবং টেকনিশিয়ান (ডিপ্লোমা)/ নন-ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে ৬১ জন নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস- স্বীকৃত কোনও ভারতীয় বিশ্ববিদ্য়ালয় বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীদের ৬.৩ সিজিপিএ-সহ ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (ফুল-টাইম কোর্স) থাকা আবশ্যক।
টেকনিশিয়ান (ডিপ্লোমা)/ নন-ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস- স্টেট বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন বা স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্য়ালয় থেকে প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ৬০ শতাংশ নম্বর-সহ ইঞ্জিনিয়ারিংয়ে (ফুল টাইম কোর্স) ফার্স্ট ক্লাস ডিপ্লোমা থাকা আবশ্যক।

বয়সসীমা

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান পদের জন্য প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি

ভারত পেট্রোলিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটে প্রাপ্ত আবেদন ফর্ম পূরণ করে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনেই জমা করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

মেরিট লিস্টের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে পাওয়া নম্বরের ভিত্তিতে নিযুক্ত হবেন।

প্রার্থীদের নিয়োগের পর ১ বছরের অ্যাপ্রেন্টিসের ট্রেনিং দেওয়া হবে। প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে মুম্বইয়ে। এই সময়কালে প্রার্থীদের স্টাইপেন্ড দেওয়া হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের মাসিক ২৫০০০ টাকা এবং টেকনিশিয়ান (ডিপ্লোমা)/ নন-ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস মাসিক ১৮০০০ টাকা দেওয়া হবে।

আরও বিস্তারিত জানতে প্রার্থীরা BCPL -এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।

Next Article
EMRS Recruitment 2023: শিক্ষকতা করা আপনার স্বপ্ন? তবে দারুণ সুযোগ দিচ্ছে EMRS, আবেদন করুন এখনই