EMRS Recruitment 2023: শিক্ষকতা করা আপনার স্বপ্ন? তবে দারুণ সুযোগ দিচ্ছে EMRS, আবেদন করুন এখনই

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 22, 2023 | 7:25 AM

EMRS Recruitment 2023: পিজিটি পদে যারা আবেদন করবেন, তাদের স্নাতকোত্তর ও বিএড পাশ হতে হবে। প্রিন্সিপাল পদের ক্ষেত্রে স্নাতকোত্তর ও বিএড ডিগ্রি প্রাপ্ত হতে হবে এবং ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

EMRS Recruitment 2023: শিক্ষকতা করা আপনার স্বপ্ন? তবে দারুণ সুযোগ দিচ্ছে EMRS, আবেদন করুন এখনই
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য ভাল খবর। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। শিক্ষক ও অ-শিক্ষক পদ মিলিয়ে মোট ৪০৬২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট emrs.tribal.gob.in – এ গিয়ে আবেদন জানাতে পারেন। আবেদন জানানোর শেষ তারিখ ১৮ অগস্ট।

শূন্যপদ-

পিজিটি-২২৬৬টি শূন্যপদে নিয়োগ করা হবে।
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্টেন্ট- ৭৫৯টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ল্যাব অ্যাটেনডেন্ট- ৩৭৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।
অ্যাকাউন্টেন্ট- ৩৬১টি শূন্যপদে নিয়োগ করা হবে।
প্রিন্সিপাল- ৩০৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা-

পিজিটি পদে যারা আবেদন করবেন, তাদের স্নাতকোত্তর ও বিএড পাশ হতে হবে। প্রিন্সিপাল পদের ক্ষেত্রে স্নাতকোত্তর ও বিএড ডিগ্রি প্রাপ্ত হতে হবে এবং ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ভাইস প্রিন্সিপালের ক্ষেত্রেও একই শিক্ষাগত যোগ্যতা ও ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন ফি-

যারা প্রিন্সিপাল পোস্টে আবেদন করবেন, তাদের ২ হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে।পিজিটি ও নন-টিচিং পোস্টের ক্ষেত্রে যথাক্রমে ১৫০০ টাকা ও ১০০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।

Next Article