সরকারি চাকরি করার স্বপ্ন কে না দেখে। জীবনে একবার সরকারি চাকরি পেয়ে গেলেই সব খাজনা পাওয়া গিয়েছে বলে মনে করেন অনেকেই। তার অন্যতম কারণ বর্তমানে সরকারি চাকরির বেতন ও নিরাপত্তা। তাই কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনে কোনও নিয়োগের বিজ্ঞপ্তির অপেক্ষায় থাকেন চাকরি প্রার্থীরা। এবার দশম ও দ্বাদশ পাশ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকার চলছে নিয়োগ। আবেদন করা যাবে ১১ জুলাই অবধি।
মোটা শূন্যপদ :
মোট ৮৭৬ টি শূন্যপদে চলছে নিয়োগ।
স্টোর কিপার টেকনিক্যাল (Store Keeper Technical) : ৩৭৭ টি
মাল্টি স্কিলড ওয়ার্কার [Multi Skilled Worker (Driver Engine Static)] : ৪৯৯ টি
শিক্ষাগত যোগ্যতা :
স্টোর কিপার টেকনিক্যাল (Store Keeper Technical) : কোনও স্বীকৃতপ্রাপ্ত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। যানবাহন বা ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম সম্পর্কিত স্টোর কিপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
মাল্টি স্কিলড ওয়ার্কার (Driver Engine Static) : কোনও স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ বা সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতে হবে। এর পাশাপাশি মেক্যানিক মোটর/ যানবাহন/ ট্রাক্টর এর ক্ষেত্রে সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা :
১১ জুলাই ২০২২ অনুযায়ী মাল্টি স্কিলড ওয়ার্কারের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর।
আবেদন মূল্য :
Gen/OBC/EWS প্রার্থীদের জন্য ৫০ টাকা ফি লাগবে। SC/ST ক্যাটেগরির প্রার্থীদের কোনও ফি লাগবে না।
নির্বাচনের পদ্ধতি :
সব আবেদনপত্রের যাচাইকরণের পর কয়েকটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে চাকরি প্রার্থীদের।
শারীরিক ক্ষমতা পরীক্ষা
প্র্যাকটিক্যাল পরীক্ষা (ট্রেড টেস্ট)
লিখিত পরীক্ষা
বেতন :
স্টোর কিপার টেকনিক্যাল : ১৯,৯০০-৬৩,২০০ (লেভেল ২)
মাল্টি স্কিলড ওয়ার্কার (Driver Engine Static) : ১৮,০০০ – ৫৬,৯০০ (লেভেল ১)
আবেদনের শেষ তারিখ :
১১ জুলাই, ২০২২
বিস্তারিত জানতে ক্লিক করুন।