কলকাতা : পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। চাকরির জন্য এবার বাবা-মা, পরিবার ছেড়ে রাজ্যের বাইরে যেতে হবে না। রাজ্যেই কর্মসংস্থানের দিশা খুলে গেল। যাঁরা সরকারি চাকরি করবেন বলেই মনস্থির করেছেন তাঁদের এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। রাজ্যের গ্রন্থাগারে ৭৩৮ জন লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। এই রাজ্যের বাসিন্দারা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের ২৩ জেলার পুরুষ ও মহিলা নির্বিশেষে এই পদে আবেদনের জন্য যোগ্য।
শূন্য পদ :
৭৩৮ টি পদে নিয়োগ করা হচ্ছে।
পদের নাম :
লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :
কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম পাশ হতে হবে চাকরি প্রার্থীকে। এর পাশাপাশি কম্পিউটারে জ্ঞানও থাকতে হবে।
বয়সসীমা :
সমস্ত চাকরিপ্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষণের সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। সরকারি নিয়ম অনুযায়ী, SC/ST/PWD ক্যাটেগরির প্রার্থীরা পাঁচ বছর ছাড় পাবেন। OBC প্রার্থীরা তিন বছর ছাড় পাবেন।
আবেদন মূল্য :
এই পদে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।
নিয়োগ পদ্ধতি :
লাইব্রেরিয়ান পদে নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা হবে না। আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের পর নথিপত্র যাচাই করে যোগ্যতার উপর ভিত্তি করে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদনের শেষ তারিখ :
১০ জুন অবধি আবেদন করা যাবে।
আবেদন করতে ক্লিক করুন