নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য় সুখবর। ফের একটি ব্যাঙ্কে তৈরি হল কর্মসংস্থানের সুযোগ। সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (Central Bank of India) তরফে জানানো ৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। গত ২০ মার্চই এই কর্মীনিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আগামী ৩ এপ্রিল অবধি এই শূন্যপদে কর্মী নিয়োগের আবেদন করা যাবে।
সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, দেশজুড়ে কর্মী নিয়োগ শুরু করা হয়েছে। মোট ৫ হাজার অ্য়াপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনে এই শূন্যপদে আবেদন করতে হবে। এর জন্য আগ্রহী আবেদনকারীদের সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.centralbankofindia.co.in- এ লগ ইন করে আবেদন করতে হবে।
যারা স্নাতক, তারা এই শূন্য়পদে আবেদন করতে পারেন। যোগ্য প্রার্থীদের অনলাইন পরীক্ষা ও স্থানীয় ভাষায় পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে। আগামী এপ্রিল মাসে এই চাকরির পরীক্ষা হবে।
এই শূন্য়পদে যারা আবেদন করতে আগ্রহী, তাদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা হবে।
এই শূন্যপদে সাধারণ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণিদের আবেদন ফি বাবদ ৮০০ টাকা ও অতিরিক্ত জিএসটি দিতে হবে। জনজাতি, উপজাতি ও মহিলাদের শূন্যপদে আবেদনের জন্য ৬০০ টাকা ও অতিরিক্ত জিএসটি দিতে হবে। বিশেষভাবে সক্ষমদের আবেদনের জন্য ৪০০ টাকা ও অতিরিক্ত জিএসটি দিতে হবে।