নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কর্মী নিয়োগ চলছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ায়। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এই শূন্যপদে আবেদন করার শেষ তারিখ আগামী ৩১ অক্টোবর।
সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে কাউন্সিলর এফএসিসি পদে কর্মী নিয়োগ করা হবে। উত্তর প্রদেশের ওউরাইরা জেলায় পোস্টিং হবে। একটি মাত্র শূন্য়পদেই কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্য়েই আবেদন প্রক্রিয়া চলছে। শূন্যপদে আবেদন পাঠানোর শেষ তারিখ ৩১ অক্টোবর।
এই শূন্যপদে যারা আবেদন করবেন, তাদের অবশ্য়ই সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে।
গ্রামোন্নয়ন বিভাগ যেমন এগ্রিকালচার ফিন্য়ান্স অফিসার, রুরাল ডেভেলপমেন্ট অফিসার, এগ্রিকালচার অফিসারদের অগ্রগণ্যতা দেওয়া হবে।
এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর ধার্য করা হয়েছে।
এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতার প্রমাণ সহ বাই পোস্টে আবেদন পত্র পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা হল-
রিজিওনাল ম্যানেজার, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, রিজিওনাল অফিস, ১২৫, সিভিল লাইন, বলরাম সিং চৌরাহা, এটাহা- ২০৬০০০১।