নয়াদিল্লি: ভারত সরকারের অধীনস্থ মিনি রত্ন সংস্থা রেলটেল কর্পোরেশন অব ইন্ডিয়া। এই সংস্থা ৮১টি পদে লোক নিয়োগ করবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে এই লোক নিয়োগ করা হবে। এই পদের জন্য লক্ষাধিক টাকা বেতন দেওয়া হবে। কোন পদে কত জনকে নেওয়া হবে। কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
রেলটেল কর্পোরেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনিক্যাল) পদে ২৬ জন, ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) পদে ২৭ জন, ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) পদে ১৫ জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিনান্স) পদে ৬ জন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) পদে ৭ জনকে নিয়োগ করা হবে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনিক্যাল) পদের জন্য ইলেক্ট্রনিক্সে ডিপ্লোমা থাকতে হবে। ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) ইলেক্ট্রনিক্স এবং টেলিকমিউনিকেশনে বিটেক বা বিই পাশ করতে হবে। ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) পদের জন্য মার্কেটিংয়ে এমবিএ পাশ করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিনান্স) পদের জন্য ফিনান্সে এমবিএ করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) পদের জন্য হিউম্যান্স রিসোর্সে এমবিএ ডিগ্রি থাকতে হবে।
রেলটেল কর্পোরেশন অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। ১২০০ টাকা আবেদন ফি। ২১ অক্টোবর থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ১১ নভেম্বর পর্যন্ত। এই লিঙ্কে ক্লিক করে দেখুন এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি।