যেসব চাকরিপ্রার্থীরা চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর। সেন্ট্রাল কোল ফিল্ডসে (Central Coal Fields) জুনিয়র কেমিস্ট এবং জুনিয়র টেকনিক্যাল ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর অবধি এই পদ গুলিতে আবেদন করা যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, লিখিত পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। জুনিয়র কেমিস্ট পদে ৮২টি এবং জুনিয়র টেকনিক্যাল ইন্সপেক্টর পদে ২৩টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক…
শিক্ষাগত যোগ্যতা: এই পদ গুলিতে আবেদনের জন্য বিজ্ঞান বিষয় নিয়ে স্নাতক পাস হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
আবেদন পদ্ধতি: শুধুমাত্র অফলাইনে আবেদন করা যাবে। আবেদন পত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Office of the general manager, (P-NEE), CCL, Ranchi
বিস্তারিত বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন।