জুনিয়র টেকনিক্যাল অ্যাসিট্যান্ট-সহ একাধিক পদে লোক নেবে ওয়ারহাউস কর্পোরেশন, চলছে আবেদন

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 27, 2023 | 7:45 AM

সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুকরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে এই সব পদের জন্য আবেদন করা যাবে। মোট ১৫৩টি পদে নিয়োগ করার কথা জানানো হয়েছে ওয়ারহাউস কর্পোরেশনের তরফে।

জুনিয়র টেকনিক্যাল অ্যাসিট্যান্ট-সহ একাধিক পদে লোক নেবে ওয়ারহাউস কর্পোরেশন, চলছে আবেদন
অনলাইনেই হবে পরীক্ষা

Follow Us

নয়াদিল্লি: জুনিয়র টেকনিক্যাল অ্যাসিট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সুপারিন্টেনডেন্ট পদে নিয়োগ সেন্ট্রাল ওয়ারহাউস কর্পোরেশন। ওই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুকরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে এই সব পদের জন্য আবেদন করা যাবে। মোট ১৫৩টি পদে নিয়োগ করার কথা জানানো হয়েছে ওয়ারহাউস কর্পোরেশনের তরফে।

সেন্ট্রাল ওয়ারহাউস কর্পোরেশন অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে ১৫ জন, অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) ৫ জন, অ্যাকাউন্ট্যান্ট ২৪, সুপারিন্টেনডেন্ট (জেনারাল) ১১, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিট্যান্ট ৮১ জন লোক নেবে। এ ছাড়াও বেশ কিছু সিনিয়র পদের জন্যও ১৪ জনকে নিয়োগ করা হবে।

এই পদে কোনটিতে আবেদনের জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তা বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা রয়েছে। অনলাইনে আবেদনের জন্য জেনারাল প্রার্থীদের ১২৫০ টাকা ফি দিতে হবে। এসসি, এসটি, বিশেষভাবে সক্ষমদের ৪০০ টাকা দিতে হবে। এই সব পদে নিয়োগের পরীক্ষা কোথায়, কখন হবে তা অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট করে জানানো হবে। কোনও নথির হার্ডকপি পাঠানোর দরকার নেই। ২৬ অগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। দেখুন বিস্তারিত বিজ্ঞপ্তি।

Next Article