নয়া দিল্লি: দশম এবং দ্বাদশ পাশ প্রার্থীদের জন্য সরকারি চাকরি পাওয়ার একটি ভাল সুযোগ রয়েছে। হেড কনস্টেবল পদে নিয়োগ করবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)। ইতিমধ্যে বাহিনীর তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৩০ নভেম্বর, ২০২৩ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর, ২০২৩। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট cisfrectt.cisf.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
CISF-এর হেড কনস্টেবল পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই দ্বাদশ পাশ হতে হবে। এছাড়া জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ক্রীড়া ও অ্যাথলেটিক্সে প্রতিনিধিত্ব করে থাকলে অগ্রাধিকার।
বয়সসীমা
প্রার্থীদের সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ২৩ বছর নির্ধারণ করা হয়েছে। বেতন হবে লেভেল 4 (25,500 থেকে 81,100 টাকা) প্রতি মাসে।
শারীরিক পরীক্ষা
প্রার্থীদের শারীরিক পরীক্ষা (পিএসটি), মেধা এবং মেডিক্যাল পরীক্ষা নেওয়া হবে।
আবেদন ফি
প্রার্থীদের আবেদন ফি হিসাবে ১০০ টাকা দিতে হবে।
এভাবে আবেদন করুন
১) প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট cisfrectt.cisf.gov.in-এ যেতে হবে।
২) ওয়েবসাইটে আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালভাবে পড়ুন।
৩) আবেদনপত্র ভালভাবে পূরণ করুন।
৪) আবেদনপত্রে স্বাক্ষর, ছবি, আইডি প্রুফ সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সাবধানে আপলোড করুন।
৫) অনলাইনে আবেদন ফি পরিশোধ করুন।
৬) আবেদনপত্র জমা দেওয়ার পর একটি প্রিন্ট আউট নিন।