CLAT ২০২৪ পরীক্ষার দিন ঘোষিত, পদ্ধতি ও সিলেবাসে বড় বদল

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 17, 2023 | 12:07 AM

Law Exam: বর্তমানে CLAT পরীক্ষায় মোট ১৫০টি প্রশ্ন করা হয়েছিল, কিন্তু আগামী বছর থেকে পরীক্ষায় ১২০টি প্রশ্ন করা হবে। প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ৫ ভাগে বিভক্ত হবে এবং পরীক্ষার সময় দেওয়া হবে ঘণ্টা।

CLAT ২০২৪ পরীক্ষার দিন ঘোষিত, পদ্ধতি ও সিলেবাসে বড় বদল
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: জাতীয় আইন বিশ্ববিদ্যালয়গুলিতে প্রবেশিকা পরীক্ষা, কমন ল অ্যাডমিশন টেস্ট (CLAT) ২০২৪ পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে। পাশাপাশি এই পরীক্ষার পদ্ধতি এবং সিলেবাস পরিবর্তিত হয়েছে।  পরীক্ষার প্রশ্নের সংখ্যাও কমানো হয়েছে। আগামী শিক্ষাবর্ষের (2024-25) থেকেই চালু হবে নয়া পদ্ধতি। একনজরে দেখে নেওয়া যাক…

CLAT 2024 পরীক্ষা কবে?

ন্যাশনাল ল ইউনিভার্সিটির কনসোর্টিয়াম কমন ল অ্যাডমিশন টেস্ট (সিএলএটি) ২০২৪ -এর তারিখ অফিসিয়ালি প্রকাশ করেছে। CLAT ২০২৪ পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে। কার্যনির্বাহী কমিটি ও গভর্নিং বডির বৈঠকে এই তারিখ নিশ্চিত করা হয়। পরীক্ষার তারিখ সম্পর্কিত আরও তথ্যের জন্য, প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট consortiumofnlus.ac.in-এ জারি করা বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

যোগ্যতা

দ্বাদশ পাশ শিক্ষার্থীরা CLAT ২০২৪-এর জন্য আবেদন করতে পারবেন। এর আওতায় ২২টি জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে।

পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাসে কী বদল হচ্ছে?

বর্তমানে CLAT পরীক্ষায় মোট ১৫০টি প্রশ্ন করা হয়েছিল, কিন্তু আগামী বছর থেকে পরীক্ষায় ১২০টি প্রশ্ন করা হবে। প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ৫ ভাগে বিভক্ত হবে এবং পরীক্ষার সময় দেওয়া হবে ঘণ্টা। পাঁচটি বিভাগের মধ্যে থাকবে ইংরেজি, সাধারণ জ্ঞান সহ কারেন্ট অ্যাফেয়ার্স, লিগ্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং এবং কোয়ান্টিটেটিভ টেকনিক।

 

কবে থেকে চালু হবে নয়া নিয়ম?

জাতীয় আইন বিশ্ববিদ্যালয়গুলিতে প্রবেশিকা পরীক্ষা (CLAT)-কে শিক্ষার্থীদের কাছে সহজ করে তুলতে এই পরিবর্তন করা হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নতুন নিয়ম চালু হবে।

উল্লেখ্য, এই পরিবর্তনটি শুধুমাত্র স্নাতক CLAT ২০২৪ পরীক্ষার জন্য করা হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট CLAT 2024-এর পদ্ধতি একই রয়েছে।

CLAT হল স্নাতক (UG) এবং স্নাতকোত্তর (PG) আইন কোর্সে ভর্তির জন্য একটি জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা। মিডিয়া রিপোর্ট অনুসারে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শুরু হওয়া ৫ বছরের ইন্টিগ্রেটেড ব্যাচেলর অফ লেজিসলেটিভ ল (Ll.B) এবং মাস্টার অফ ল (Ll.M) কোর্সে সমস্ত ভর্তি CLAT ২০২৪ -এর মাধ্যমে হবে।

Next Article