অনেকেই মনে করেন কেন্দ্রীয় সরকারের চাকরি মানে সুখের চাকরি। সেখানে কাজ করার পাশাপাশি বেতনের দিক থেকেও সন্তুষ্ট থাকা যায়। তাই অনেকেই কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এবার তাঁদের সামনে এসে গেল সুবর্ণ সুযোগ। মাধ্যমিক পাস করা থাকলেই করা যাবে আবেদন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
পদের নাম :
কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে।
মোট শূন্যপদ :
মোট ৩৯৯ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা :
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস করা আবশ্যক। এছাড়াও খেলাধূলোর অভিজ্ঞতা ও যোগ্যতা থাকলে আবেদন করা যেতে পারে।
বয়সসীমা :
এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন সংরক্ষিত প্রার্থীরা।
বেতন :
পে লেভেল ৩ অনুযায়ী এই পদে চাকরিপ্রার্থীরা ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা বেতন পাবেন।
আবেদন পদ্ধতি :
আগ্রহী প্রার্থীরা অফলাইনেই করতে পারেন আবেদন।
আবেদন মূল্য :
অসংরক্ষিত প্রার্থীদের আবেদন মূল্য বাবদ ১০০ টাকা করে দিতে হবে। তফসিলি জনজাতি, তফসিলি উপজাতি ও মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না। ডিম্যান্ড ড্রাফ্টের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ :
এই নিয়োগ সংক্রান্ত একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখনও বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার ৩০ দিনের মধ্যে এই শূন্যপদের জন্য আবেদন করতে হবে।
আবেদন দেখতে ক্লিক করুন