রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে ফের একাধিক ক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেকেই রয়েছেন প্রথাগত ছকে নিজেকে বেঁধে ফেলতে পছন্দ করেন না। জেনারেল লাইনে পড়ার বদলে নিজের মনের কথা শুনে পছন্দের বিষয় নিয়ে এগোন। এরকমই নিজের পছন্দকে প্রাধান্য দিয়ে কেউ যদি মাল্টিমিডিয়া, ভিডিয়ো এডিটিং, ভিডিয়ো রেকর্ডিংকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন দেখেন তাহলে তাঁদের জন্য বড় সুযোগ। সম্প্রতি দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।
পদের নাম :
টেকনিক্যাল অ্যাসোসিয়েট (Technical Associate) পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা :
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও মাল্টিমিডিয়াতে এক বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে প্রার্থীদের। এর পাশাপাশি প্রার্থীদের ভিডিয়ো রেকর্ডিং ও এডিটিং সফটওয়্যারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর সঙ্গে ডিএসএলআর ক্যামেরায় লাইভ স্ট্রিমিং করতে জানতে হবে।
বেতন :
এই পদে প্রতি মাসে বেতন মিলবে ৩০ থেকে ৪৫ হাজার টাকা।
আবেদন পদ্ধতি :
আগ্রহী প্রার্থীরা অনলাইনেই করতে পারেন আবেদন। আবেদনপত্র ডাউনলোড করে এবং নিজের সব শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিটে সই করে তা ইমেলে পাঠিয়ে দিতে হবে।
ইমেল আইডি :
deanresearch@admin.nitdgp.ac.in
আবেদনের শেষ তারিখ :
১৬ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন।
নিয়োগ পদ্ধতি :
তালিকাভুক্ত প্রার্থীদের ইন্টারভিউ ও স্কিল টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এবং তারপর যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে নিয়োগ করা হবে।
এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট : https://nitdgp.ac.in/