Govt Job 2023: স্নাতকদের জন্য দারুণ সরকারি চাকরির সুযোগ, বেতন দেড় লক্ষ টাকার বেশি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 13, 2023 | 12:52 AM

CSIR: কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) সেকশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ১২ জানুয়ারী, ২০২৪। তবে প্রার্থীরা ১৪ জানুয়ারী, ২০২৪ পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।

Govt Job 2023: স্নাতকদের জন্য দারুণ সরকারি চাকরির সুযোগ, বেতন দেড় লক্ষ টাকার বেশি
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) সেকশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ১২ জানুয়ারী, ২০২৪। তবে প্রার্থীরা ১৪ জানুয়ারী, ২০২৪ পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। প্রার্থীদের প্রথমে CSIR-এর অফিসিয়াল ওয়েবসাইট csir.res.in-এ রেজিস্ট্রেশন করতে হবে।

শূন্যপদ

CSIR -এর ৪৪৪টি পদের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। সহকারী সেকশন অফিসারের ৩৬৮টি এবং সেকশন অফিসারের ৭৬টি পদে নিয়োগ করা হবে।

বেতন

সেকশন অফিসার পদে নির্বাচিত প্রার্থীরা মাসে ৪৭,৬০০– ১,৫১,১০০ টাকা বেতন পাবেন এবং সহকারী সেকশন অফিসার পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা বেতন পাবেন।

যোগ্যতা ও বয়সসীমা

উভয় পদের জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৩ বছর নির্ধারণ করা হয়েছে। ওবিসি, এসসি এবং এসটি বিভাগের আবেদনকারীদের বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।

এভাবে আবেদন করুন

১) অফিসিয়াল ওয়েবসাইট csir.res.in-এ যান।
২) হোম পেজে দেওয়া রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করুন।
৩) এবার আবেদন করতে লিঙ্কে ক্লিক করুন।
৪) রেজিস্ট্রেশন করুন এবং তারপর আবেদনপত্র পূরণ করুন।
৫) আবেদন ফি অনলাইনে জমা করুন করুন এবং আবেদনপত্র জমা দিন।

কীভাবে নির্বাচন করা হবে?

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষার সময় ২ ঘণ্টা। লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ হবে। পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

Next Article