Income Tax Recruitment 2023: এবার আপনিও হানা দিতে পারবেন, আয়কর দফতরে চলছে নিয়োগ, এইভাবে করুন আবেদন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 14, 2023 | 7:14 AM

Income Tax Recruitment 2023: মোট ৫৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আয়কর বিভাগের (Income Tax) তরফে জানানো হয়েছে আয়কর ইন্সপেক্টর, ট্য়াক্স অ্যাসিস্টেন্ট, স্টেনোগ্রাফার ও মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। গত ১২ ডিসেম্বর থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

Income Tax Recruitment 2023: এবার আপনিও হানা দিতে পারবেন, আয়কর দফতরে চলছে নিয়োগ, এইভাবে করুন আবেদন
প্রতীকী চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: সরকারি চাকরির দারুণ সুযোগ। আয়কর বিভাগে চলছে কর্মী নিয়োগ। মোট ৫৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আয়কর বিভাগের (Income Tax) তরফে জানানো হয়েছে আয়কর ইন্সপেক্টর, ট্য়াক্স অ্যাসিস্টেন্ট, স্টেনোগ্রাফার ও মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। গত ১২ ডিসেম্বর থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শূন্যপদে আবেদন করার শেষ তারিখ ১৬ জানুয়ারি, ২০২৪।

আয়কর বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজস্থান (Rajasthan) অফিসে কর্মী নিয়োগ করা হবে। স্পোর্টস কোটার অধীনে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি রাজস্থানের আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট incometaxrajasthan.gov.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।

শূন্যপদ-

আয়কর অফিসার- ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ট্যাক্স অ্যাসিস্টেন্ট- ২৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

স্টেনোগ্রাফার- ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

মাল্টি টাস্কিং স্টাফ- ২৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা-

আয়কর অফিসার পদে কর্মী নিয়োগের জন্য আবেদনকারীদের ন্য়ূনতম স্নাতক হবে।

ট্যাক্স অ্যাসিস্টেন্ট পদে যাদের নিয়োগ করা হবে, তাদের স্নাতক হতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে।

স্টেনোগ্রাফার পদে যাদের নিয়োগ করা হবে, তাদের ন্য়ূনতম দ্বাদশ শ্রেণি পাস হতে হবে।

মাল্টি টাস্কিং স্টাফ পদে যাদের নিয়োগ করা হবে, তাদের ন্যূনতম দশম শ্রেণি পাস হতে হবে।

বয়সসীমা-

এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৮ বছর ধার্য করা হয়েছে। সর্বাধিক বয়স ৩০ বছর ধার্য করা হয়েছে।

বেতন-

আয়কর অফিসার পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ৪৪ হাজার ৯০০ টাকা থেকে ১ লক্ষ ৪২ হাজার ৪০০ টাকা হবে।

ট্যাক্স অ্যাসিস্টেন্ট পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা হবে।

স্টেনোগ্রাফার পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতনও  ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা হবে।

মাল্টি টাস্কিং স্টাফ পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ১৮ হাজার টাকা থেকে ৫৬ হাজার ৯০০ টাকা হবে।

Next Article