IOCL Recruitment: অ্যাপ্রেন্টিস পদে ১৬০৫ জনকে নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 14, 2023 | 7:30 AM

অ্যাপ্রেন্টিস পদে যাঁদের নিয়োগ করা হবে, তাঁদের ১২ থেকে ১৫ মাসের প্রশিক্ষণ নিতে হবে। এই সময়কালে স্টাইপেন্ডও দেওয়া হবে। সাধারণ ক্যাটিগরির আবেদনকারীরা ১৮ থেকে ২৪ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবেন। এসসি-এসটিদের জন্য অবশ্য বয়সে ছাড় রয়েছে।

IOCL Recruitment: অ্যাপ্রেন্টিস পদে ১৬০৫ জনকে নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল
প্রতীকী ছবি
Image Credit source: facebook

Follow Us

নয়াদিল্লি: টেকনিশিয়ান, গ্রাজুয়েট এবং ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)। এই তিনটি বিভাগে অ্যাপ্রেন্টিস হিসাবে মোট ১৬০৩ জনকে নিয়োগ করবে। দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে আইওসিএল-এর সাইটে নিয়োগকারীদের পোস্টিং করা হবে। এর জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত বিস্তারিত উল্লেখিত হয়েছে।

অ্যাপ্রেন্টিস পদে যাঁদের নিয়োগ করা হবে, তাঁদের ১২ থেকে ১৫ মাসের প্রশিক্ষণ নিতে হবে। এই সময়কালে স্টাইপেন্ডও দেওয়া হবে। সাধারণ ক্যাটিগরির আবেদনকারীরা ১৮ থেকে ২৪ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবেন। এসসি-এসটিদের জন্য অবশ্য বয়সে ছাড় রয়েছে। লিখিত পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করা হবে। তবে এই পরীক্ষা কবে হবে, পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া শুরু হবে, তা ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

ইচ্ছুক আবেদনকারীদের অনলাইনে এই অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য আবেদন করতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতার কোনও নথি পাঠাতে হবে না। তবে লিখিত পরীক্ষায় পাশ করার পর এই নথি যাচাই করা হবে। ১৬ ডিসেম্বর থেকে এই পদের জন্য আবেদনগ্রহণ শুরু হবে। তা চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি অবধি।

Next Article