নয়া দিল্লি: বছর শেষে চাকরির দারুণ সুযোগ। এনটিপিসি-র তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এনটিপিসি মাইনিং লিমিটেডের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মোট ১১৪টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ৩১ ডিসেম্বর। আগ্রহী আবেদনকারীরা সরাসরি এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট careers.ntpc.co.in- এ গিয়ে আবেদন করতে পারেন।
এনটিপিসির তরফে জানানো হয়েছে, মোট ১১৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। মাইনিং ওভারম্যান, মেকানিক্যাল সুপারভাইসর, ইলেকট্রিকাল সুপারভাইসর সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মাইনিং ওভারম্যান- ৫২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ম্যাগাজিন ইনচার্জ- ৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মেকানিক্য়াল সুপারভাইসর- ২১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ইলেকট্রিকাল সুপারভাইসর- ১৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ভোকেশনাল ট্রেনিং ইন্সট্রাক্টর- ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
জুনিয়র মাইনিং সার্ভেয়ার- ১১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মাইনিং সিরদার- ৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
এই শূন্যপদে আবেদন করার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর ধার্য করা হচ্ছে।
নির্বাচন পদ্ধতি-
লিখিত পরীক্ষার মাধ্যমে এই শূন্যপদে নিয়োগ করা হবে। এরপরে স্কিল টেস্ট নেওয়া হবে।
এই শূন্যপদে যারা আবেদন করবেন, তাদের ৩০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলা আবেদনকারীদের কোনও আবেদন ফি দিতে হবে না।