নয়া দিল্লি: স্নাতক শেষ করে সরকারি চাকরি পাওয়ার দুর্দান্ত সুযোগ। সহকারী সহ অনেক পদে নিয়োগ করবে ইউনিয়ন ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি (UIIC)। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩০০টি পদে নিয়োগ করা হবে এবং মাসিক বেতন ৭০ হাজার টাকার বেশি। স্নাতক পাশ হলেই অনলাইনে আবেদন করা যাবে। আজ, ১৬ ডিসেম্বর, ২০২৩ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ৬ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত। পরীক্ষা হবে ২০২৪-এর ফেব্রুয়ারিতে। আরও বিস্তারিত জানতে UIIC-এর অফিসিয়াল ওয়েবসাইট uiic.co.in দেখুন।
কারা আবেদন করতে পারেন?
ইউনিয়ন ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি UIIC দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, সহকারী পদের জন্য প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও স্ট্রিমে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়স
প্রার্থীদের সর্বনিম্ন বয়স ২১ বছর ও সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে কিছু ক্ষেত্রে বয়সে ছাড় রয়েছে।
আবেদন ফি
সাধারণ, ওবিসি এবং EWS বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে ১০০০ টাকা জমা দিতে হবে। আর SC এবং ST প্রার্থীদের আবেদন ফি ২৫০ টাকা।
কীভাবে আবেদন করবেন?
১) সহকারী শূন্যপদে আবেদন করার জন্য প্রথমে UIIC-র অফিসিয়াল ওয়েবসাইট uiic.co.in-এ যেতে হবে।
২) ওয়েবসাইটের হোম পেজে সর্বশেষ আপডেটের লিঙ্কে ক্লিক করুন।
৩) এবার UIIC সহকারী নিয়োগ ২০২৩-এর লিঙ্কে যান।
৪) এরপর আবেদন অনলাইনের লিঙ্কে যেতে হবে।
৫) এবার বিশদ বিবরণ-সহ রেজিস্ট্রেশন করুন।
৬) রেজিস্ট্রেশনের পর আবেদনপত্র পূরণ করতে পারবেন।
৭) এবার অনলাইনে আবেদন ফি জমা করুন এবং নথি-সহ আবেদনপত্রটি জমা দিন।
৮) আবেদনপত্র জমা করার পর একটি প্রিন্ট নিয়ে রাখুন।