নয়াদিল্লি: সতলুজ জল বিদ্যুৎ নিগম ৪০০ পদে নিয়োগ করবে। ইতিমধ্যেই এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই ৪০০ জনকে অ্যাপ্রেন্টিস পদে নেওয়া হবে বলে জানানো হয়েছে। কোন পদে কত জনকে নেওয়া হবে, সেই সব পদে আবেদনের জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে, তা বিস্তারিত উল্লেখিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
সতলুজ জল বিদ্যুৎ নিগমে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে বিভিন্ন শাখার ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল, সিভিল, আর্কিটেকচার, ইনস্ট্রুমেন্টেশন, অ্যাপ্ল্যায়েড জিওলজি, আইটি, হিউম্যান রিসোর্স পদে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট শাখায় বিটেক বা স্নাতক পাশ করতে হবে। এর পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আইটিআই পাশ করাদেরও নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করা হবে। সতলুজ জল বিদ্যুৎ নিগমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর জন্য অনলাইনে আবেদন করতে হবে। ১৪ ডিসেম্বর থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ৭ জানুয়ারি অবধি। এই পদে আবেদনের আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।