B.Tech, MBA এবং ITI যুবদের জন্য চাকরির বিশেষ সুযোগ, দেখুন বিজ্ঞপ্তি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 18, 2023 | 6:31 AM

Govt job: বি-টেক, এমবিএ এবং ITI পাশ করা যুবকদের জন্য সুখবর। এসজেভিএন (SJVN) লিমিটেড মিনি রত্ন কোম্পানি স্নাতক, ডিপ্লোমা এবং ট্রেড শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া আজ, ১৮ ডিসেম্বর, ২০২৩ থেকে শুরু হচ্ছে।

B.Tech, MBA এবং ITI যুবদের জন্য চাকরির বিশেষ সুযোগ, দেখুন বিজ্ঞপ্তি
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: B.Tech, MBA এবং ITI পাশ করা যুবকদের জন্য সুখবর। এসজেভিএন (SJVN) লিমিটেড মিনি রত্ন কোম্পানি স্নাতক, ডিপ্লোমা এবং ট্রেড শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া আজ, ১৮ ডিসেম্বর, ২০২৩ থেকে শুরু এবং চলবে ৭ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত। প্রার্থীরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট sjvnindia.com-এর মাধ্যমে তাঁদের যোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারেন।

শূন্যপদ

কোম্পানিটি মোট ৪০০টি পদে নিয়োগ করবে। যার মধ্যে স্নাতক শিক্ষানবিশের ১৭৫টি, টেকনিশিয়ান (ডিপ্লোমা) শিক্ষানবিশের ১০০টি এবং টেকনিশিয়ান (আইটিআই) শিক্ষানবিশের মোট ১২৫টি পদ রয়েছে।

যোগ্যতা

স্নাতক শিক্ষানবিশ পদের জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে বি.টেক ডিগ্রি থাকতে হবে। যেখানে মানবসম্পদ পদের জন্য প্রার্থীর এমবিএ ডিগ্রি থাকতে হবে। ডিপ্লোমা শিক্ষানবিশ পদের জন্য প্রার্থীর প্রাসঙ্গিক বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য প্রার্থীর প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা

আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। SC, ST-কে ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে এবং OBC ক্যাটাগরিতে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ৩ বছর ছাড় দেওয়া হয়েছে।

আবেদন ফি

সমস্ত প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। SC/ST/PWD বিভাগের প্রার্থীদের ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে। আরও বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Next Article