নয়া দিল্লি: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করতে চলেছে। মূলত, ডিফেন্স ইন্সটিটিউট অফ বায়ো এনার্জি রিসার্চ বা DIBER- Haldwani-এ শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে DRDO। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে apprenticeshipindia.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই একটি আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। তবে প্রশিক্ষণ বা চাকরির অভিজ্ঞতা সম্পন্নরা এই শিক্ষানবিশ পদের জন্য আবেদন জানাতে পারবেন না।
কীভাবে আবেদন জানাবেন?
১) প্রথমে আবেদনকারীদের apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার রেজিস্ট্রি করে একটি অ্যাকাউন্ট করতে হবে।
৩) ওই অ্যাকাউন্টে লগ-ইন করে যাবতীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
৪) এবার আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি-সহ জমা দিতে হবে।
৫) আবেদনপত্রের একটি প্রিন্ট আউট রেখে দিতে পারেন।