IGNOU-তে ভর্তির রেজিস্ট্রেশন শুরু, স্নাতক কোর্সের প্রবেশিকা পরীক্ষা কবে জানুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 20, 2023 | 5:32 AM

IGNOU: আগামী বছরের জন্য IGNOU-তে ভর্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে IGNOU। যাঁরা এখান থেকে অনলাইন বা দূরবর্তী কোর্স করার কথা ভাবছেন তাঁরা অবিলম্বে আবেদন করুন। IGNOU-র অফিসিয়াল ওয়েবসাইট ignou.ac.in-এর মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী বছরের ৩১ জানুয়ারী।

IGNOU-তে ভর্তির রেজিস্ট্রেশন শুরু, স্নাতক কোর্সের প্রবেশিকা পরীক্ষা কবে জানুন
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি।

Follow Us

নয়া দিল্লি: বর্তমানে অনেকেই চাকরি এবং পড়াশোনা একসঙ্গে করে থাকেন। ফলে তাঁদের পক্ষে নিয়মিত কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাওয়া সম্ভব হয় না। তাঁদের জন্য অন্যতম প্রতিষ্ঠান হল, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU)। আগামী বছরের জন্য IGNOU-তে ভর্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে IGNOU। যাঁরা এখান থেকে অনলাইন বা দূরবর্তী কোর্স করার কথা ভাবছেন তাঁরা অবিলম্বে আবেদন করুন। IGNOU-র অফিসিয়াল ওয়েবসাইট ignou.ac.in-এর মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী বছরের ৩১ জানুয়ারী।

প্রার্থীদের ভর্তির সময় প্রথম সেমিস্টার/বছরের প্রোগ্রাম ফি সহ একটি অ-ফেরৎযোগ্য আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি ১০০০ টাকা ধার্য করা হয়েছে। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে।তবে তবে ভর্তি নিশ্চিতকরণের জন্য যে ফি ফেরত দেওয়া হবে, সেটা ফেরৎযোগ্য। এই বিষয়ে আরও তথ্যের জন্য, আপনি জারি করা বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

এভাবে রেজিস্ট্রেশন করুন

১) IGNOU-র অফিসিয়াল ওয়েবসাইট, ignou.ac.in-এ যান।
২) হোম পেজে উপলব্ধ IGNOU January Admission ২০২৪ লিঙ্কে ক্লিক করুন।
৩) একটি নতুন পৃষ্ঠা খুলবে যেখানে প্রার্থীরা দুটি লিঙ্ক পাবেন – অনলাইন এবং ODL।
৪) এবার লিঙ্কে ক্লিক করুন এবং প্রয়োজনীয় বিবরণ লিখুন।
৫) এবার আবেদনপত্র পূরণ করুন এবং আবেদন ফি প্রদান করুন।
৬) এবার Submit এ ক্লিক করুন এবং পেজটি ডাউনলোড করে রাখুন।

প্রার্থীদের মনে রাখতে হবে যে, রেজিস্ট্রেশন করার সময় তাদের শুধুমাত্র বৈধ মোবাইল নম্বর এবং মেইল ​​আইডি লিখতে হবে। ,শুধুমাত্র প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বর এবং মেইল ​​আইডির মাধ্যমে ইনস্টিটিউট দ্বারা তথ্য সরবরাহ করা হবে।

অন্যদিকে, IGNOU-তে B.Ed, B.Sc এবং PhD ভর্তির প্রবেশিকা পরীক্ষার আবেদন প্রক্রিয়াও শুরু করেছে। পরীক্ষা হবে আগামী ৭ জানুয়ারী, ২০২৪। সারাদেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষার সময় হবে আ়ডাই ঘণ্টা।

Next Article