DU Recruitment 2022: ৫৮ হাজার টাকা থেকে শুরু বেতন, দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫০ পদে চলছে নিয়োগ, আবেদন করুন এখনই…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 13, 2022 | 8:30 AM

DU Recruitment 2022: দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, রামজস কলেজে একাধিক বিভাগে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষাকতা যোগ্যতা ও আবেদনকারীর অভিজ্ঞতার উপর নির্ভর করেই নিয়োগ করা হবে।

DU Recruitment 2022: ৫৮ হাজার টাকা থেকে শুরু বেতন, দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫০ পদে চলছে নিয়োগ, আবেদন করুন এখনই...
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: ৯টা-৫টার চাকরি নয়, পড়াশোনা শেষ করার পর অনেকেই চান শিক্ষাকতার সঙ্গে যুক্ত থাকতে। আপনিও যদি শিক্ষাকতা করতে চান, তবে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। দিল্লি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। গত ১১ জুনই নিয়োগের বি়জ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সহকারী অধ্যাপক হিসাবে মোট ১৪৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগামী ২১ দিন এই আবেদন প্রক্রিয়া চলবে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, রামজস কলেজে একাধিক বিভাগে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষাকতা যোগ্যতা ও আবেদনকারীর অভিজ্ঞতার উপর নির্ভর করেই নিয়োগ করা হবে।

কোন কোন বিভাগে নিয়োগ করা হবে?

উদ্ভিদবিদ্যা, রসায়ন, অর্থনীতি, ইংরেজি, হিন্দি, অঙ্ক, সংস্কৃত সহ একাধিক বিষয়ে নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা-

সহকারি অধ্যাপক হিসাবে মোট ১৪৮টি শূন্যপদে নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি-

আগ্রহী আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার উপরে নির্ভর করেই নিয়োগ করা হবে। অনলাইনে দিল্লি বিশ্ববিদ্য়ালয়ের অফিশিয়াল ওয়েবসাইট du.ac.in – এ ক্লিক করলেই আবেদন করা যাবে। আবেদনপত্র পূরণ করার পাশাপাশি স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির শংসাপত্র ও প্রাপ্ত নম্বরের শতাংশও যথাযথ নথি সহ আপলোড করতে হবে।

কীভাবে আবেদন করবেন?

প্রথমেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
এরপর ‘ওয়ার্ক উইথ ডিইউ’ অপশনে ক্লিক করতে হবে।
এবার অ্যাসিস্টেন্ট প্রফেসর রিক্রুটমেন্ট লিঙ্কে ক্লিক করতে হবে।
যথাযথ নথি পূরণ করে ফর্মটি আপলোড করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে অ্যাপ্লিকেশন ফি-ও জমা দিতে হবে।
আবেদনপত্রের একটি প্রিন্ট আউট বের করে রাখবেন পরবর্তী সময়ের জন্য।

আবেদন ফি-

আবেদনকারী মধ্য়ে যারা জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির, তাদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। তবে মহিলা, জনজাতি-উপজাতি ও শারীরিকভাবে অক্ষমদের আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।

বেতন-

সপ্তম পে কমিশনের নিয়ম অনুযায়ী সহকারি অধ্যাপকদের ন্যূনতম বেতন ৫৭ হাজার ৭০০ টাকা হবে।

Next Article