Indian Navy Recruitment : ভারতীয় নৌসেনায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ তারিখ…

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 13, 2022 | 8:45 AM

Indian Navy Recruitment : ভারতীয় নৌসেনায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। দশম পাশ হলেই করা যাবে আবেদন। ৩০০ এর বেশি পদে করা হবে নিয়োগ।

Indian Navy Recruitment : ভারতীয় নৌসেনায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ তারিখ...
প্রতীকী ছবি (সৌজন্যে : PTI)

Follow Us

সরকারি চাকরির জন্য এতদিন ধরে অপেক্ষা করে রয়েছেন! সুযোগ পেলেই করবেন আবেদন! তাহলে আপনার জন্যই অপেক্ষা করছে এই সুবর্ণ সুযোগ। ভারতীয় নৌসেনায় চলঠে নিয়োগ। দশম পাশ যোগ্যতাতেই ভিন্ন পদে করা যাবে আবেদন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।

নিয়োগকারী সংস্থা :

ভারতীয় নৌসেনা (Indian Navy)

পদের নাম :

শিক্ষানবীশ (Apprentice) পদে নিয়োগ করা হবে।

শূন্যপদ :

মোট ৩০৩ টি পদে নিয়োগ চলছে।

ইলেকট্রিশিয়ান – ৪৯
ইলেক্ট্রোপ্লেটার – ১
মেরিন ইঞ্জিন ফিটার – ৩৬
ফাউন্ড্রি ম্যান – ২
প্যাটার্ন মেকার – ২
মেক্যানিক ডিজেল – ৩৯
ইন্সট্রুমেন্ট মেক্যানিক – ৮
যন্ত্রবিদ – ১৫
মেক্যানিক মেশিন টুল রক্ষণাবেক্ষণ – ১৫
চিত্রকর (জেনারেল) – ১১
শিট মেটাল ওয়ার্কার – ৩
পাইপ ফিটার – ২২
মেক্যানিক রেফ ও এসি – ৮
দর্জি (সাধারণ) – ৪
ওয়েল্ডার (গ্যাস ও ইলেকট্রিক) – ২৩
ইলেকট্রনিক্স মেক্যানিক – ২৮
শিপরিট উড – ৫
ম্যাসন বিল্ডিং কনস্ট্রাক্টর – ৮
I&CTSM – ৩

শিক্ষাগত যোগ্যতা :

চাকরিপ্রার্থীদের দশম পাশ হতে হবে। এবং স্বীকৃত প্রাপ্ত কোনও প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট ক্ষেত্রে ITI কোর্স করতে হবে।

বয়সসীমা :

প্রার্থীর বয়স ১৮ বছর ৬ মাস থেকে ২১ বছর ৬ মাসের মধ্যে হতে হবে।

আবেদনমূল্য :

এই পদে আবেদনের জন্য কোনও ফি লাগবে না।

নির্বাচন পদ্ধতি :

প্রথমে সকল আবেদনকারীর আবেদনপত্র যাচাই করা হবে। তার লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের শেষ তারিখ :

২১ জুন থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। ৮ জুলাই অবধি করা যাবে আবেদন।

বিস্তারিত জানতে ক্লিক করুন 

Next Article